Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
সোমবার ভারতের সংসদে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “PM Modi’s speech in the Lok Sabha during special discussion on 150 years of Vande Mataram”. সেই ভিডিয়ো থেকে জানা যায় যে, ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বছর উপলক্ষে, প্রধানমন্ত্রী সংসাদে ভাষণ দিয়েছিলেন। ভিডিয়োটি সেই ভাষণের। যেখানে নরেন্দ্র মোদী ‘বন্দে মাতরম’ গানের ইতিহাসের প্রত আলোকপাত করেছিলেন এবং শহিদদের স্মরণ করেছিলেন।
সংবাদ সংস্থা ANI ও BJP -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রধানমন্ত্রীরভাষণের একই ভিডিয়ো দেখতে পাওয়া যায়। তবে কোনও ভাষণেই মোদীকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে একটা লাইনও উচ্চারণ করতে শোনা যায়নি।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংসাদে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Sources
Youtube video by PM Narendra Modi
Video by ANI
Video by BJP
Vasudha Beri
December 24, 2025
Tanujit Das
December 22, 2025
Tanujit Das
December 20, 2025