অগাস্টের শুরুতে নৃশংস ভাবে হত্যা করা হয় অভয়াকে। এই হত্যা কান্ডকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল হয়ে উঠেছে, ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এমনকিছু ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট যা কিনা আমাদের অনুসন্ধানে ভুল প্রমাণিত হয়েছে। আজকের Weekly Wrap এ জানুন সেই সমত ভাইরাল দাবির সত্যতা।

আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানালেন বিরাট? না, নেটমাধ্যমে ছড়ালো এডিটেড ভিডিয়ো
আর জি কর কাণ্ডে বিরাট কোহলিকে কেন্দ্র করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে তিনি যে জামাটি পরে রয়েছেন, সেটার দু’দিকেই কিছু লোগো রয়েছে এবং তাঁর মাথার পিছনের দেওয়ালে একটি ছবির ফ্রেম রয়েছে। যা ইউটিউব ভিডিয়োটিতেও দেখতে পাওয়া যায় ও ভাইরাল ভিডিয়োতে বিরাট কোহলির যে আওয়াজটি ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখ খুললেন গায়ক অরিজিৎ সিং? না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো ভিডিয়ো
প্রাপ্ত সকল দেখলে বোঝা যায় যে, অরিজিৎ সিং-এর ভাইরাল ভিডিয়োটি আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত নয়। সেটি পুরনো ভিডিয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

হিজাব পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন জম্মু-কাশ্মীরের এক আমলা? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
প্রমাণিত যে হিজাব পরে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া মহিলার ভিডিয়োটি জম্মু-কাশ্মীরের কোনও সরকারি আমলার নয়, একজন নির্বাচিত জনপ্রতিনিধির।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ভাইরাল ক্লিপটির সঙ্গে আরজি কর কাণ্ডের কোনও যোগ নেই, এটা দু’মাস পুরনো বিশাখাপত্তনমের ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োটি দু’মাস পুরনো এবং বিশাখাপত্তনমের। কোনও ভাবেই আরজি কর কাণ্ডের সঙ্গে ভিডিয়োটির যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

‘অভয়া’র নাম ও ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় গজিয়েছে বহু ভুয়ো অ্যাকাউন্ট, সাবধান! বেগতিক হলেই পড়বেন ফেক নিউজের ফাঁদে
যা ঘটেছে তা অত্যন্ত দুঃখের, আতঙ্কের এবং লজ্জারও বটে। কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ত্রাসের হল, মৃত্য়ুকে নিয়ে ভুয়ো খবরের নোংরা জাল বোনা। কেবল চোখে দেখতে পাওয়া যায় এমন বিপদ থেকেই সজাগ থাকলে হবে না। পর্দার আড়ালে থাকা ফেক নিউজের ষড়যন্ত্র থেকেও বাঁচতে হবে। সতর্ক থাকুন, ফেক নিউজের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।