Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, ড্রোন লাইট শোয়ের মাধ্য়মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) চিনে স্বাগত জানানো হয়েছে। যে ড্রোন শোয়ের মাধ্যমে, আকাশে নরেন্দ্র মোদীর ছবি তৈরি করা হয়েছে। যদিও, Newschecker-এর তদন্তে ধরা পড়েছে যে, ছবিটি সত্যি নয়।, বরং ডিজিটালি তৈরি করা।

২০২৫ সালের ২০ এপ্রিল, চিনের সরকারি সংবাদমাধ্যম Xinhua ছবিটি প্রকাশিত হয়েছিল। যেখানে ড্রোন শো-তে আকাশে এক নারীর নাচের ভঙ্গি তৈরি করা হয়েছিল। মোদীর মুখের কোনও প্রতিকৃতি সেখানে ছিল না।


Xinhua-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে দক্ষিণ-পশ্চিম চিনের নান্নান প্রদেশে, ১৫ মিনিটের একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়েছিল। ওই শোয়ের সঙ্গে মোদীর সফরের কোনও যোগ ছিল না।
২০২৫ সালের এপ্রিল মাসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নান্নানে প্রতি শনিবার ও সরকারি ছুটির দিনে, এমন ড্রোন শো আয়োজিত হয়।
২০২৫ সালের ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মোদী চিন সফরে গিয়েছিলেন SCO সম্মেলনে যোগ দিতে। কিন্তু ভারত বা চিন – কোনও সরকারের পক্ষ থেকেই তাঁর সম্মানে ড্রোন শো আয়োজনের কথা জানানো হয়নি।
Fake Image Detector টুলের সাহায্যে ছবিটি পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায় যে এটি কৃত্রিমভাবে তৈরি।

এখান থেকে স্পষ্ট যে, চিনে প্রধানমন্ত্রীর ছবি-সহ ড্রোন শোয়ের ছবিটি সত্যি নয়, ডিজিটালি তৈরি করা।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ছবিটি কি সত্যিই SCO সম্মেলনের সময় তোলা?
না। ছবিটি SCO সম্মেলনের নয়, এটি ডিজিটালি তৈরি।
প্রশ্ন ২: ছবিটির আসল উৎস কোথায়?
ছবিটির ভিত্তি ২০১৫ সালে Xinhua প্রকাশিত একটি ড্রোন শোয়ের ছবি, যেখানে এক নারীর নাচের ভঙ্গি তৈরি হয়েছিল।
প্রশ্ন ৩: মোদীকে স্বাগত জানাতে কি ড্রোন শো করা হয়েছিল?
না। SCO সম্মেলনের সময় কোনও ড্রোন শো আয়োজনের তথ্য ভারত বা চিন সরকার দেয়নি।
প্রশ্ন ৪: ছবিটি কীভাবে ভুয়ো বলে ধরা পড়ল?
রিভার্স ইমেজ সার্চ, অফিসিয়াল রিপোর্ট এবং ফেক ইমেজ ডিটেক্টর টুলে পরীক্ষা করে দেখা গেছে ছবিটি ডিজিটালি তৈরি।
Sources
Xinhua News Agency report, April 20, 2025
iChongqing report, April 28, 2025
Fake Image Detector
Tanujit Das
October 15, 2025
Tanujit Das
September 27, 2025
Tanujit Das
September 22, 2025