শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeFact Checkঅমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু, শুধু নীতিন গড়কড়ির সাথেই দেখা করে...

অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু, শুধু নীতিন গড়কড়ির সাথেই দেখা করে ফিরতে হলো?

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল দাবি করা হয়েছে দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু, তাই শুধু নীতিন গড়কড়ির সাথে দেখা করেই ফিরতে হলো। তৃণমূলের দাবি এই সাক্ষাৎকার শুভেন্দু অধিকারীর দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা।


ফেসবুকে মমতা ব্যানার্জী সাপোর্টার্স নামের পেজ থেকে এই পোস্টটি ছড়িয়েছে। পোস্টটিতে ২হাজারের মতো লাইক পড়েছে এবং ২৭১ বার শেয়ার হয়েছে।

অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু image 1
Facebook Post Link 1

News১৮ বাংলা থেকেই প্রকাশিত হয়েছে একই খবর ৮ ই সেপ্টেম্বর।

অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু image 2

Fact-check / Verification

তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক পরে গেছে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে খবর আসছে পদ্মের ছত্রছায়া ত্যাগ করে দলীয় কর্মীরা ঘাস ফুলের দিকে ছুটছে, বঙ্গের নির্বাচনের আগের চিত্র ভোটের ফলাফল প্রকাশের পর সম্পূর্ণ উল্টে গেছে। আর এই বিষয়ে বেজায় চটেছে বংগো বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি সরকারও। সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি পরিষদীয় নেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। তৃণমূলের পরিকল্পনা কি হতে পারে সেই আশা বানচাল করার লক্ষ্যে শুভেন্দু অধিকারীকে দলে নিলেও দলের একাংশ খাপ্পা হয়েছে তার উপর।

দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারীর দলীয় সংগঠনের প্রতি উদাসীনতা, কর্মীদের প্রতি রুষ্ট ব্যবহার কর্মীদের তৃণমূল মুখ করতে বাধ্য করেছে। গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি অমিত শাহের সাথে দেখা করতে পারেননি বলে দাবি করা হয়েছে। এই খবরটির সত্যতা কি জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।

অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু অধিকারী এই খবরটি অর্ধ-সত্যি

অনুসন্ধানের সময় আমরা শুভেন্দু অধিকারীর ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট গুলো দেখি। জানা গেছে ৯ই সেপ্টেম্বরে অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন শুভেন্দু। বাংলায় চলতে থাকে রাজনৈতিক সংঘাত, নৈরাজ্য, আইনের বিশৃঙ্খল অবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা সারেন শুভেন্দু অধিকারী।

NDTV তেও এই খবর প্রকাশিত হয়েছে ওনাদের সাক্ষাতের পরের দিন অর্থাৎ ১০ই সেপ্টেম্বরে। বিজেপি যেমন তৃণমূলের বিরুদ্ধে কোর্ট কেস করেছে, তৃণমূলও শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর আশ্চর্যজনক মৃত্যুর জন্য দায়ী করেছে শুভেন্দুকে। তৃণমূলের দাবি, শুভেন্দু এই কেসের ব্যাপারে তাকে তলব করলেও সেই ডাক উপেক্ষা করে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন।

অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু image 3
NDTV News

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু অধিকারী, ওনার বদলে নীতিন গড়কড়ির সাথে সাক্ষাৎ করে দিল্লি থেকে ফিরতে হলো, এই দাবিটি অর্ধ-সত্যি। ৯ই সেপ্টেম্বর অমিত শাহের সাথে দেখা করেন শুভেন্দু।

Result – Partially False

Our sources

Suvendu Adhikari’s official tweet –

https://twitter.com/SuvenduWB/status/1435969003881566218

NDTV News – https://www.ndtv.com/india-news/suvendu-adhikari-meets-amit-shah-discusses-law-and-order-situation-in-bengal-2535948

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular