বর্তমানে ফেসবুকে আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি ছবি একটি হয়েছে যেখানে একটি শংসাপত্রের বাধাই করা ফ্রেম ওনার হাতে দেখা যাচ্ছে যা দেখে মনে হচ্ছে বিশ্ব বাংলার তরফ থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে।

ভাইরাল পোস্টে রোনাল্ডোর হাতে যে সার্টিফিকেটে বা শংসাপত্র দেখা যাচ্ছে তাতে বিশ্ব বাংলার লোগো ছাপা রয়েছে এবং নিচে লেখা রয়েছে আন্তর্জাতিক ফুটবলে সব থেকে বেশি গোলকারক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Fact-check / Verification
সম্প্রতি মমতা ব্যানার্জী ইস্ট বেঙ্গলের আইএসএলে খেলা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিলো তার সমাধান করেছেন। অগাস্টের শেষ সপ্তাহে ইস্ট বেঙ্গল কর্তাদের সাথে শ্রী সিমেন্ট বৈঠক করে এবং দুই পক্ষই শেষমেশ রাজি হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর আগে ইস্ট বেঙ্গলের আইএসএলে খেলা নিয়ে যা সমস্যা ছিল তার সমাধান হয়েছে, খুব কম সময়ের জন্য ইস্ট বেঙ্গলের হয়ে শ্রী সিমেন্ট রাজি হয়েছে। শুধু তাই নয় কিছু দিন আগে এয়ারফোর্স ও মোহামেডান দলের মধ্যে অনুষ্ঠিত ডুরান্ড কাপ উদ্বোধনেও যুবভারতীতে যান এবং ওনাকে খোঁজ মেজাজে ফুটবল পায়ে দেখা গেছে।
ফেসবুকে ভাইরাল বিশ্ব বাংলার তরফ থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে এই ছবিটি কতটা সত্যি জানার জন্য আমার অনুসন্ধান শুরু করি। সি আর সেভেনের ভাইরাল ছবিটি গুগল রিভার্স ইমেজ করার পর আমরা জানতে পারি –
বিশ্ব বাংলার তরফ থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে আসলে ছবিটি সম্পাদিত
রিভার্স ইমেজ করার পর আমরা The Sun, Mirror এর রিপোর্ট ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টুইট পাই। ২০০৩ ও ২০২১ মধ্যে সব থেকে বেশি গোল করার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে ওনাকে একটি শংসাপত্র দেওয়া হয়েছে এবং ওনার নাম রেকর্ড বন্দি হয়েছে।

৫ই সেপ্টেম্বর রোনাল্ডো নিজে এই পোস্টটি টুইট করেছেন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন বিশ্বে নতুন রেকর্ড তৈরী করার জন্য তিনি আনন্দিত, ভবিষ্যতে এবি রেকর্ড সংখ্যা আরও বাড়বে বলেও তিনি লিখেছেন। অর্থাৎ বিশ্ব বাংলা থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে এই মোমরে যে ছবিটি পোস্ট হয়েছে তা আসলে জাল। আসল ছবিতে রোনাল্ডো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের থেকে প্রদত্ত সব থেকে বেশি গোলদাতার শংসাপত্র সমেত দেখা গিয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত যে ফেসবুকে ভাইরাল বিশ্ব বাংলা থেকে রোনাল্ডোকে শংসাপত্র দেওয়া হয়েছে – এই ছবিটি আসলে জাল। আসল ছবিতে রোনাল্ডো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক ২০০৩ ও ২০২১ সালের মধ্যে সব থেকে বেশি গোল করার বিশ্ব রেকর্ডার শংসাপত্র সমেত রয়েছে।
Result- Fake
Our sources
Cristiano Ronaldo’s official twitter post –
Mirror – https://www.mirror.co.uk/sport/football/news/cristiano-ronaldo-guinness-world-record-24901057
The Sun – https://www.thesun.co.uk/sport/football/16045814/cristiano-ronaldo-awarded-guinness-world-record/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।