Fact Check
অভিনেত্রী ও সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে?

গত সপ্তাহে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান এর এই আবহে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে অভিনেত্রীকে কোলে বাচ্চা সমেত দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

Fact-check / Verification
গত সপ্তাহের বৃহস্পতি বার মা হয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। ওনার অন্তঃসত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পরে যায় সন্তানের বাবার পরিচয় নিয়ে। কারণ নিখিল জৈনের সাথে ওনার বিয়েকে অস্বীকার করা ও অভিনেতা যশের সাথে ওনার বন্ধুত্ব ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছিল। তার মধ্যে এই সন্তান, অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল।কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তিনি কলকাতার পার্কস্ট্রিটের বেসরকারি নার্সিংহোমে জন্ম দেন নিজের ছেলের এর এই সময় পাশে ছিলেন ওনার বিশেষ বন্ধু যশ দাসগুপ্ত।। এই আবহে ভাইরাল হতে শুরু করেছে – সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ছবিটিতে আসলে কি নুসরত ওনার ছেলের জানার জন্য আমরা ছবিটির রিভার্স ইমেজ করি।
অভিনেত্রী ও সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই দাবিটি ভুল,
অভিনেত্রী ও সাংসদ নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই দাবিটি মিথ্যে কারণ আসল ছবিটি আমরা পেয়েছি Emerging Truth নামের একটি ওয়েবসাইট থেকে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে নীল পোশাক পড়া নুসরতের কোলে একটি শিশু, অভিনেত্রীর মুখে হাল্কা প্রসাধনীর ছাপ লক্ষ্য করা যাচ্ছে এবং চুলও যথেষ্ট পরিপাটি করা রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটি সম্পাদিত করা ছবি। আসল ছবিতে একটি সদ্যজাত মা ও সন্তাকে দেখা যাচ্ছে নুসরতকে নয়।

অন্যদিকে নুসরত ছেলের ছবি এখনও পর্যন্ত সামনে আনেননি। সন্তান জন্মের পর নিজের সাদা পোশাকের ছবি আপলোড করেছেন শুধু।

Conclusion
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের ছবি এবং এর সাথে দাবি করা হচ্ছে নুসরত নিজের ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ছবিটি সম্পাদিত করা।
Result- Fabricated image
Our sources
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।