Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
২০১৬ সালের নভেম্বর মাসে RBI আইন ১৯৩৪ ০ ২৪(১) ধারা অনুযায়ী ২০০০ টাকার নোট চালু হয়েছিল, কিন্তু মাত্র সাত বছরের মধ্যেই গত ১৯শে মে এই টাকা তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। যদিও এটিকে আইনত স্বীকৃতি দিয়ে ব্যবহার করার উপযোগীও করেছে RBI.
RBI এর প্রেস বিজ্ঞপ্তি অনুসারে ২০১৬ সালে বাজার থেকে ৫০০ ও ১০০০ টাকার উপর ‘নোটবন্দি’ ঘোষণা করার পর দ্রুত বাজারের হাল ধরতে, ব্যবসায়িক লেনদেনের কথা মাথায় রেখে ২০০০ টাকার নোট এনে ছিল ভারত সরকার।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল – ‘২০০০ টাকা বাদে অন্য মূল্যের নোট পর্যাপ্ত পরিমানে পাওয়া যাচ্ছে। তাই ২০১৮ থেকে ২০০০ টাকা ছাপা বন্ধ করা হয়েছে’.
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লিন নোট পলিসি অনুযায়ী, ২০১৭-১৮ সালেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ হয়ে গিয়েছিলো যার মেয়াদ ছিল ৪-৫ বছর. ২০১৮ থেকে ২০২৩ সাল এই ৫ বছরের মধ্যে ২০০০টাকার মেয়াদ শেষ হয়েছে তাই তুলে নেওয়া হচ্ছে এই নোট।
RBI এর তরফ থেকে জারি নোটিশে বলা আছে’ উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ও ক্লিন নোট পলিসি অনুসারে ২০০০ টাকার প্রচলন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে RBI’
ক্লিন নোট পলিসি RBI এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে পুরোনো ৫০০ ও ১০০০টাকার নোট বন্ধ করার পর ভারতের অর্থনীতিকে চাঙ্গা রাখার উদ্দেশ্যে জনসাধারণের জন্য পর্যাপ্ত পরিমান নতুন নোট ও পুরোনো, নকল ও নোংরা নোটের পরিবর্তে ২০০০ টাকার নোট আনা হয়েছিল।
India Today রিপোর্ট অনুসারে ক্লিন নোটের পলিসির মধ্যে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠাগুলো দায়বদ্ধ খারাপ নোটগুলোকে বাতিল করে নতুন নোট বাজারে আনা। RBIএর নজরবন্দি করা এই ২০০০ টাকার গুণমান ও গ্রহনযোগ্যতার মান নির্ধারণ করেছে। RBI অনেক দিন ধরে ২০০০টাকার নোটের উপর অনুসন্ধান চালিয়েছে, যার পর এই নোটের গ্রহযোগ্যতা ও সঠিক গুণমান বজায় রাখার কিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে।
২০০০ টাকার নোট নিয়ে RBI এর জারি করা নোটিশে বলা হয়েছে ২০০০ টাকার নোটের লেনদেন চালু থাকবে। তবে গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে এই বছরের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে তারা যেন এই নোট ব্যাঙ্কে জমা করে দেন। ১৯শে মে ২০০০টাকা নিয়ে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বলা হয়েছে ব্যাঙ্কে প্রতিদিন ২০,০০০ করে ২৩শে মে থেকে বদল করা যাবে।
২০০০ টাকার নোট নিয়ে এই নির্দেশিকা জারি হওয়ার পর অনেকেই দাবি করেছে ২০১৬ মতো ফের ২০০০ টাকার ‘ নোটবন্দি’ শুরু হয়েছে। যদিও RBI এর তরফ থেকে পরিষ্কার করা বলা হয়েছে এই নোটের বৈধতা শেষ হওয়ার কারণে এই নোট ছাপা বন্ধ করা হলো। অন্যদিকে ৫০০ ও ১০০০ টাকা ২০১৬ সালের ঘোষণার পর রাতারাতি বন্ধ করা হয়েছিল।

RBIগভর্নরশক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া RBIএর নিয়মের আওতায় থেকেই করা হয়েছে। এখনো ৪ মাস ২০০০ টাকার নোট দিয়ে যাবতীয় লেনদেন করা যাবে। তবে অনুরোধ করা হচ্ছে, এই চার মাসের মধ্যে ২০০০ টাকার নোট কাছের যে কোনো ব্যাংকে জমা করে দিন। কোনো তাড়াহুড়ো করবেন না বা আতঙ্ক ছড়াবেন না।
(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে)
Our Sources
RBI press release
India Today report, May 19, 2023
Indian Express report, May 22, 2023
MyGovIndia tweet, May 21, 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
September 18, 2025
Tanujit Das
August 6, 2025
Paromita Das
November 29, 2024