Fact Check
Israel-Iran Conflict: ইরানে গ্রেফতার ইজরায়েলি গোয়েন্দা? না ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং তুরস্কের
Claim
ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের (Mossad) বেশ কয়েকজন এজেন্টকে গ্রেফতার করল ইরান (Israel-Iran Conflict)।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৬ সালের ১৭ জুলাই একই ভিডিয়ো তুরস্কের সরকারি সংবাদ সংস্থার ওয়েবসাইট, aa.com.tr-তে পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, ভিডিয়োটি ওই বছর তুরস্কে সংগঠিত একটি সেনা অভ্যুত্থানের। যা ব্যর্থ হয়েছিল। ভিডিয়োতে যাদের দেখতে পাওয়া যাচ্ছে, তারা প্রত্যেকে সেই অভ্যুত্থানে ধৃত সেনা কর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করেছিল আঙ্কারা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

ওই সময় Al Jazeera ও nytimes.com সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সেই সেনা অভ্যত্থান সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়।
সুতরাং এখন বোঝা যাচ্ছে যে, ভিডিয়োটির সঙ্গে চলমান ইজরায়েল-ইরান সংঘর্ষের (Israel-Iran Conflict) কোনও যোগ নেই। ভিডিয়োটি পুরনো এবং তুরস্কের।
Sources
Report by aa.com.tr, dated July 17, 2016