Fact Check
Weekly Wrap: বর্ষায় রাজ্যের রাস্তার খারাপ দৃশ্য থেকে, চাকরির টোপে হিন্দু মহিলা অপহরণ! সপ্তাহভর ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন এখানে…
বর্ষায় রাজ্যের রাস্তার খারাপ চিত্র থেকে, চাকরির টোপ দিয়ে হিন্দু মেয়েদের অপহরণ! এছাড়া ইজরায়েল-ইরান সংঘর্ষ (Israel-Iran Conflict) নিয়ে একাধিক দাবি। সপ্তাহভর ভাইরাল দাবিগুলোর সত্যতা জানুন এবারের Weekly Wrap-তে…

ইরানের হামলায় শক্তিশালী মার্কিন বোমারু বিমান ধ্বংসের দাবিতে ছড়ালো AI জেনারেটেড ছবি
ইরানের দ্বারা আমেরিকার বি-২ স্টেলথ (US B-2 stealth Bombers) নামের শক্তিশালী বোমারু বিমান ধ্বংসের দাবিতে ভাইরাল ছবিটি আসল নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পাকিস্তানের সামরিক শক্তির প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
ভাইরাল ভিডিয়োটি আসল নয়। সেটি একটি ডিপফেক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

ইরানে গ্রেফতার ইজরায়েলি গোয়েন্দা? না ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং তুরস্কের
ভিডিয়োটির সঙ্গে চলমান ইজরায়েল-ইরান সংঘর্ষের (Israel-Iran Conflict) কোনও যোগ নেই। ভিডিয়োটি পুরনো এবং তুরস্কের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বর্ষায় পশ্চিমবঙ্গের জলমগ্ন রাস্তাঘাটের দুর্দশা দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো AI জেনারেটেড ভিডিয়ো
ভিডিয়োটি সত্যি কোনও ঘটনার নয়। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

চাকরির টোপে দিল্লির হিন্দু মহিলাদের অপহরণ করল মুসলিমরা? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
ভাইরাল ভিডিয়োটি কোনও আসল ঘটনা নয়, বরং একটি নাট্যাংশ।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।