Authors
Claim: গুলি চালানো হলো সুন্দরবনের বাঘদের উপর
Fact: যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সুন্দরবনের নয়, চীনের একটি চিড়িয়াখানার ২০১৭ সালের ঘটনা
ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনটি বাঘের উপর গুলি চলছে। দাবি করা হচ্ছে এই ভিডিওটি সুন্দরবনের ঘটনা।
Fact check/ Verification
সুন্দরবনে বাঘেরদের উপর চালানো হলো গুলি এই দাবিতে যে ভিডিও ভাইরাল হয়েছে তা চীনের একটি চিড়িয়াখানার।
ভাইরাল ভিডিওটির সাথে অনেকেই দাবি করেছে এটি সুন্দরবনের নয়, বরং ওড়িশার ঘটনা। ওড়িশায় দারিংবাড়ি এলাকায় পিকনিকে গিয়ে বাঘের কবলে পরে এবং খবর ছড়ায় যে অনেকেই নাকি আহত হয়েছে। ২০১৯ সালের ১৩ই জানুয়ারির Orissa Post এর রিপোর্ট অনুসারে – দারিংবাড়ির এই ঘটনা ছড়িয়ে পরার পর স্থানীয় পুলিশ ও বনদপ্তরের থেকে আশেপাশের চিকিৎসা কেন্দ্রে খোঁজ খবর ও করে। কিন্তু জানা গিয়েছিলো যে বাঘের আক্রমণের কারণে কেউ এসেছিলো চিকিৎসা করাতে তার কোনো প্রমান নেই।
ওড়িশার এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি অন্য ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছিল। এই সময় থেকে ২০১৯ সালের ‘সত্য-তথ্য’ রিপোর্টে এই ভাইরাল দাবিটির প্রকৃত তথ্য তুলে ধরা হয়।
ভাইরাল ভিডিওটির রিভার্স ইমেজ করার পর আমরা Metro.UK এর ২০১৭ সালের রিপোর্ট পাই। চীনের যাঙ্গুর চিড়িয়াখানায় বছর ৪০শের এক ব্যক্তি জহাং আচমকাই বাঘেরদের মুখে পরে যায়। তাকে পেয়ে স্বভাব বসত জহাং এর ঘাড়ে কামড়ে দেয় সাইবেরিয়ান বাঘ। জহাং নিজেকে ছাড়ানোর জন্য হাত-পা ছুড়তে থাকে। চিড়িয়াখানায় নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে যায়। এই সময় টিকিটের টাকা না দেওয়ার বাহানায় জহাং ও তার বন্ধু ৯মিটারের জালের উপর চড়ে এবং হঠাৎ তিনি ভেতরে পরে যান। প্রায় এক ঘন্টা ধরে বাঘেরদের মধ্যে আটকে ছিল জহাং। পরে কর্তৃপক্ষের ছোড়া গুলিতে বাঘগুলিকে তাড়ানো হয় এবং আহত ব্যক্তিকে সত্বর স্থানীয় হাসপাতালে নিজে যাওয়া হয়। পরদিন তার মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর চীনের CGTN এর ২০১৭ সালের ৩০শে জুন মায়ের একটি ইউটিউব ভিডিও পাই। এখানে চীনের যাঙ্গুর চিড়িয়াখানার ঘটনার সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিওটির সাথে আমরা চীনের ২০১৭ সালের এই চিড়িয়াখানার ভিডিওটির সাদৃশ্য পাই।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সুন্দরবনে বাঘেরদের উপর চালানো হলো গুলি এই দাবিতে ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের চীনের।
Result: False
Sources
YouTube video of CGTN, 30 Jan 2017
Report published by Metro.UK, 1 Feb 2017
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।