শুক্রবার, এপ্রিল 19, 2024
শুক্রবার, এপ্রিল 19, 2024

HomeFact Checkমেদিনীপুরে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর জনসভার আবহে ভাইরাল হলো ২০১৮ সালের...

মেদিনীপুরে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর জনসভার আবহে ভাইরাল হলো ২০১৮ সালের ছবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

আজ তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির মঞ্চে যোগদান করেন। মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যাচ্ছে শুভেন্দুকেও। মেদিনীপুরের বিজেপির জনসভায় আসন্ন বাংলার নির্বাচনকে নিয়ে বিজেপির লক্ষ্য জনগণের সামনে রেখেছেন বিজেপি নেতা মন্ত্রীরা। এই আবহে ফেসবুকে ছড়িয়েছে জনসভার ছবি। দাবি করা হচ্ছে অমিত-শুভেন্দুকে এক সঙ্গে একই মঞ্চে দেখার জন্য জনসমুদ্র এসে উপস্থিত হয়েছে।

ফেসবুকে অনেকেই এই ছবি শেয়ার করেছে।

Fact check / Verification

মেদিনীপুরের জন-সমুদ্রের নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৮ সালের বিজেপির ত্রিপুরার জনসভার। রিভার্স ইমেজ দ্বারা খোঁজার পর Bing থেকে প্রধান-মন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক অ্যাকাউন্টে এই ছবিটি পাই।  বাঁশের ব্যারিকেডের পেছনে বিশাল জন-সমুদ্র দাঁড়িয়ে এবং সামনে উড়ছে বিজেপির পতাকা।  

https://www.facebook.com/narendramodi/photos/a.10150164299700165/10160048168990165

Swarajya তরফ থেকে প্রকাশিত হওয়া ত্রিপুরাতে বিজেপির বিশাল জনসভাকে নিয়ে করে রিপোর্টেও এই ছবিটি আমরা পাই। রিপোর্টের থেকে জানা যায় বামেদের শক্তিস্থল ত্রিপুরার জনগণ বিজেপির স্লোগান ‘চলো পাল্টাই’ এ গলা মেলাতে শুরু করেছে। প্রায় দুই দশকের বেশি সময় ধরে ত্রিপুরাতে রাজত্ব করা বামেদের সূর্য এবার হয়তো অস্ত হবে।

Conclusion 

আজ মেদিনীপুরে বিজেপির জনসভার আবহে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ২০১৮ সালের ত্রিপুরার জনসভার ছবি।  

Result – Misplaced context

Our sources

PM Narendra Modi official Facebook page – https://www.facebook.com/narendramodi/photos/a.10150164299700165/10160048168990165

Swarajya – https://swarajyamag.com/politics/saffron-wave-sweeping-tripura-but-communists-may-be-gearing-up-to-play-foul

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular