Fact Check
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো ভিডিয়ো থেকে সৌদিতে দীপাবলি উদযাপন! এই সপ্তাহের মিথ্যা দাবিগুলোর সত্যতা জানুন
এই সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, সৌদি আরবে দীপাবলি পালনের ভুয়ো ভিডিয়ো এবং রাজনৈতিক প্রার্থীদের পুরনো বা সম্পাদিত ছবি। নিউজচেকার যাচাই করে দেখেছে, বেশিরভাগ দাবিই বিভ্রান্তিকর বা সম্পাদিত ভিজ্যুয়াল দিয়ে তৈরি। রাজনীতি, ধর্ম ও উৎসব—তিন ক্ষেত্রেই misinformation ছড়িয়েছে সমানতালে।

আগুন ছাড়াই পুজোর ভোগ রান্না! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ছড়ালো মিথ্যে দাবি
আগুন ছাড়া ভোগ রান্না করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

SIR শুরুর আগে দল ছাড়লেন মালদহের এই বিজেপি নেতা? ভাইরাল দাবির পিছনের সত্যিটা জানুন
মালদহের বিজেপি নেতার এই দলত্যাগের ঘটনাটি ২০২৩ সালের এবং সেটার সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বিহারে বিজেপি প্রার্থীর ভোট-প্রচারে সামিল যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তি? জানুন কী উটে এলো তদন্তে…
ভাইরাল ছবিটি সম্পাদিত। বিহারের বিজেপি প্রার্থী তথা লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুরের পিছনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধাকড় নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটা সংযুক্ত আরব আমিরাশাহির জাতীয় দিবস উদযাপনের দৃশ্য, সৌদি আরবে দীপাবলি পালনের নয়
ভাইরাল ভিডিয়োটি সংযুক্ত আরব আমিরাশাহি জাতীয় দিবস উদযাপনের, সৌদি আরবে দীপাবলি পালনের নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।