শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkগণেশপুজোর পুরোনো ভিডিও ভুল দাবি নিয়ে পুনরায় ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

গণেশপুজোর পুরোনো ভিডিও ভুল দাবি নিয়ে পুনরায় ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে শেয়ার হওয়া গণেশ চতুর্থীর একটি ভিডিওকে নিয়ে দাবি করা হয়েছে যে লাদাকের গালওয়ান উপত্যকায় পালন করা হলো গনেশ পুজো। মহারাষ্ট্রের গণেশ পুজো ভারত ও সারা বিশ্বে বিখ্যাত। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মহাদেবের আদরের পুত্রের আরাধনা করে থাকে। বিঘ্নহর্তা গণেশের পুজো এখন সারা ভারতে পালিত হয়। লাদাকের গালওয়ানে শান্তি বিঘ্ন করে যে পরিস্থিতির সূচনা হয়েছে তা সমাপ্ত করার জন্য বিনায়কের পুজোর আয়োজন করেছে ভারতীয় সেনা, এই ধারণা নিয়ে গনেশ পুজোর এই ভিডিওটি শেয়ার হয়েছে ফেসবুকে। 

https://www.facebook.com/751903308162750/videos/307069493714518/?v=307069493714518&external_log_id=7ed8f37dcd2778654462ff688b69dee2&q=Ganpati%20Bappa%20in%20Galwan%20Valley%20Ladhak
https://www.facebook.com/harharmahadevtempel/videos/340323957333675/?v=340323957333675&external_log_id=e78ee2563597e3df1f8c1b9270c75d3e&q=Ganpati%20Bappa%20in%20Galwan%20Valley%20Ladhak

ইউটুবে শেয়ার হওয়া এই ভিডিওর লিংক নিচে দেওয়া হলো।

https://www.youtube.com/watch?reload=9&v=xQisoq4vBfg

Fact check / Verification

গনেশ পুজোর যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখা যায় কোনো সেনার মুখে মাস্ক বা কোনো ভাবেই মুখ ঢাকা নেই।  দ্বিতীয়ত, এই ভিডিওটিতে  Shingo river Valley নামের একটি সবুজ রঙের গেট দেখতে পাওয়া যাচ্ছে, যা দাবি অনুযায়ী গালওয়ান উপত্যকা থেকে ২২৯কিলোমিটার দূরে অবস্থিত।  

আমরা ভিডিওটির Invid টুলের দ্বারা কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর জানতে পারি, ২০১৯ সাল থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আছে। ফেসবুকে এই ভিডিওটি ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আপলোড করা হয়েছিল। ভিডিওটি নিচে দেখা যেতে পারে। 

https://www.facebook.com/ganeshutsavofficial/videos/2526140054272247/?v=2526140054272247&external_log_id=32991f8ad1041ddffe21015b421be46f&q=Indian%20army%20celebrate%20Ganesh%20Chaturthi%20in%20Jammu%20and%20Kashmir

গুগল কীওয়ার্ড দিয়ে সার্চ করার সময় এই একই ভিডিও ইউটুব থেকেও পাই, যেখানে এই ভিডিওটি বেশ কিছু ইউটুব অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ২০১৯ সালে। 

Conclusion

গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের গনেশ চতুর্থী উজ্জাপনের দাবি করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১৯ সাল থেকেই সোশ্যাল মিডিয়া ও ইউটুবে রয়েছে। গণেশপুজোর ভিডিওটি গালওয়ান উপত্যকায় নয়, shingo river vally তে পালন করা হয়েছে। পুরোনো গণেশপুজোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে।  

Result : Misplaced context

Our sources 

Facebook videohttps://www.facebook.com/ganeshutsavofficial/videos/2526140054272247/?v=2526140054272247&external_log_id=32991f8ad1041ddffe21015b421be46f&q=Indian%20army%20celebrate%20Ganesh%20Chaturthi%20in%20Jammu%20and%20Kashmir

YouTube videohttps://www.youtube.com/watch?v=-wNF3AmbvqQ&t=11s , https://www.youtube.com/watch?v=0bMYPq5VKlA

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular