Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
গণেশ বিসর্জনের শোভাযাত্রায় মুসলমানরা ছাদ থেকে পাথর ছুঁড়েছে। ভিডিওতে দেখা যায়, শোভাযাত্রা চলার সময় দু’জন যুবক ছাদ থেকে জনতার দিকে পাথর নিক্ষেপ করছে।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, এই দাবি ভুয়ো। কর্ণাটকের রায়চুরে সত্যিই পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল, তবে অভিযুক্তরা মুসলমান নন, তারা স্থানীয় হিন্দু যুবক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে, গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ছাদ থেকে মুসলমানরা পাথর ছুঁড়েছে। ৪৫ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, গণপতির শোভাযাত্রা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ছাদে দাঁড়িয়ে থাকা দুই যুবক জনতার দিকে পাথর ছুঁড়তে শুরু করে।



ভাইরাল ভিডিওর দাবি ধর্মীয় রঙ দেওয়ার চেষ্টা হলেও, বাস্তবে এটি ছিল স্থানীয় কিছু হিন্দু যুবকের মধ্যে শত্রুতাজনিত সংঘর্ষ। কোনো মুসলিম সম্প্রদায়ের সম্পৃক্ততা নেই। এ ধরনের ভুয়ো দাবি সমাজে বিভাজন ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই প্রচারিত হয়। পাঠকেরা তাই ভিডিও বা ছবির সত্যতা যাচাই না করে গুজবে বিশ্বাস করলে বিভ্রান্ত হতে পারেন।
ভাইরাল দাবিটি ভুয়ো। ভিডিয়োটি কর্ণাটকের রায়চুরের। ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে গণেশ ঠাকুর বিসর্জনের সময়, সেখানে পাথরবাজির একটি ঘটনা ঘটে, সেই ঘটনায় আক্রমণকারী এবং আক্রান্ত উভয়ই হিন্দু ছিল।
FAQ
Q1. ভিডিওতে কোথায় এই ঘটনা ঘটেছে?
ঘটনাটি কর্ণাটকের রায়চুরে ঘটেছে।
Q2. অভিযুক্তরা কারা ছিলেন?
অভিযুক্তদের নাম প্রশান্ত, পবন ও অনিল। তারা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা।
Q3. ভিডিওতে কেন মুসলমানদের দায়ী করা হচ্ছে?
ধর্মীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ানোর জন্যই সোশ্যাল মিডিয়ায় মুসলমানদের দায়ী করে ভুয়ো দাবি প্রচারিত হয়েছে।
Q4. এই ঘটনার কারণ কী ছিল?
স্থানীয় ব্যক্তিগত শত্রুতার জেরেই সংঘর্ষ ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
Q5. পুলিশের তদন্তে কী বেরিয়েছে?
এফআইআর ও পুলিশের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা হিন্দু যুবক। মুসলমানদের কোনো সম্পৃক্ততা নেই।
Sources
Report By Kannada Prabha, Dated September 6, 2025
Telephonic Conversation With Office At Sadar Bazar Police Station On September 8, 2025
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025