Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্মদিনে দেশবাসীর অ্যাকাউন্টে টাকা ঢোকার দাবি হোক বা বিহারে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি-যুক্ত স্যানিটারি প্যাড বিলির দাবি। কিংবা রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যের (West Bengal BJP President Samik Bhattacharya) বিরুদ্ধে সংখ্যালঘু বিরোধী মন্তব্যের অভিযোগ থেকে দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার দাবি। গোটা সপ্তাহে নেটমাধ্যমে ছড়িয়েছে একের পর এক নানান দাবি। সেগুলো কি আদৌ সত্যি? জানুন এবারের Weekly Wrap-তে।

“মুসলিম ভোট চাই না”, বললেন শমীক ভট্টাচার্য? না, এডিটেড ভিডিয়োয় ছড়াচ্ছে বিভ্রান্তি
শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) আসল বক্তব্যটিকে এডিট করে, বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছ।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে উপলক্ষে দেশবাসীকে দেওয়া হবে ৬৯৯ টাকা? সাবধান! নেটমাধ্যমে ছড়াচ্ছে জালিয়াতির নয়া ফাঁদ
জালিয়াতির ছক করেই ভাইরাল ভিডিয়োর সঙ্গে লিঙ্ক দেওয়া হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মেয়ে ভামিকার সঙ্গে বিরাট কোহলির ছবিটি সত্যি নয়, AI জেনারেটেড
মেয়ে ভামিকার সঙ্গে ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা AI জেনারেটেড।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

শমীকের নিষিদ্ধপল্লি যোগ? ABP-র নাম ও লোগো ব্যবহার করে নেটমাধ্যমে ছড়ালো ভুয়ো নিউজ কার্ড
এবিপি আনন্দের নাম ও লোগো ব্যবহার করে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় যে কুরুচিকর নিউজ কার্ডটি ভাইরাল হয়েছে, সেটা ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বৃষ্টির জলে বিধ্বস্ত কলকাতার দৃশ্যের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো মুম্বইয়ের পুরনো ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। পুরনো এবং মুম্বইয়ের দৃশ্য।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বিহারে রাহুল গান্ধীর ছবি লাগানো স্যানিটারি প্য়াড বিলি কংগ্রেসের? না, নেটমাধ্যমে ছড়াচ্ছে ভুয়ো দাবি
রাহুল গান্ধীর ছবি দেওয়া স্যানিটারি প্যাড বিতরণের দাবিটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বনধ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন দেবাংশু? না, ভুল ব্যাখ্যা-সহ ছড়াচ্ছে বক্তব্যের অংশবিশেষ
বনধ নিয়ে দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বক্তব্যের অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যাখ্যা-সহ ছড়ানো হচ্ছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

পশ্চিমবঙ্গ নয়, গোষ্ঠী সংঘর্ষের ভাইরাল ভিডিয়োটি বিহারের মুজাফ্ফরপুরের
গোষ্ঠী সংঘর্ষের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বরং বিহারের মুজাফ্ফরপুরের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

কংগ্রেসে যোগদান করলেন অভিনেতা অজয় দেবগণ? না, ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ছবি
অজয় দেবগণের কংগ্রেসে যোগদানের দাবিটি ভুয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
Tanujit Das
November 30, 2025
Tanujit Das
November 30, 2025
Tanujit Das
November 22, 2025