Fact Check
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর নাড্ডার মুখে ‘জয় বাংলা’ স্লোগান? না ভাইরাল ভিডিয়োটি পুরনো
Claim
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ছাব্বিশের বিধানসভা ভোটের পর বিজেপি (BJP) নেতাদের দিয়ে ‘জয় বাংলা’ বলাবেন। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) মুখে শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান।

Fact
ভাইরাল ভিডিয়োটিতে ‘আজতক বাংলা’ লোগো দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে সার্চ করলে দেখা যায় যে, সংবাদমাধ্যমটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ২০২৪ সালের ২৮ এপ্রিল একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, মুর্শিদাবাদের বহরমপুরে, লোকসভা ভোটের প্রচারে এসে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন বিজেপির সর্বভারতী সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।
এছাড়া ভাইরাল ভিডিয়োটিতে যে মঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে ‘২৮শে এপ্রিল’ লেখা দেখতে পাওয়া যায়।

একই দিনে News18 Bangla-র ফেসবুক পেজে পোস্ট করা ভিডিয়োতেও জে পি নাড্ডার (J P Nadda) মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যের পর, বিজেপির সর্বভারতী সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়নি।
Sources
Video posted by AajTak Bangla, dated April 28, 2025
Video posted by News18 Bangla, dated April 28, 2025