বুধবার, এপ্রিল 24, 2024
বুধবার, এপ্রিল 24, 2024

HomeFact Checkআদানি গ্রুপের মালবাহী ট্রেনের ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

আদানি গ্রুপের মালবাহী ট্রেনের ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি একটি ভিডিও আমার পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যেখানে একটি নীল রঙের ট্রেন দেখা যাচ্ছে।  ট্রেনের গায়ে Adani কথাটি লেখা।  ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে দেশের সব সম্পত্তি গুজরাতিদের কাছে বিক্রি হয়ে গেছে এমনকি ভারতীয় রেল ও। কিছু সময় যাবৎ সোশ্যাল মিডিয়াতে আদানি গ্রুপের নামে হয়ে গেছে ভারতীয় রেল – এই দাবি নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। 

https://www.facebook.com/100000350203194/videos/3739021922786111

Fact -check / Verification 

নীল রঙের ট্রেনের উপর Adani লেখা ট্রেনটি প্রকৃত পক্ষে আদানি গোষ্ঠীর ভারতীয় রেলের নয়। গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর ইউটুব থেকে কিছু ভিডিও পাই যেখানে লেখা রয়েছে – Adani agro train Indian Railways by MG Rail Adani Agri Goods Train passing through Yelanka Jn railway station এবং এই ভিডিও দুটি ২০১৯ সালে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার রেলওয়েতে বেসরকারিকরণের সিদ্ধান্ত গ্রহণের অনেক আগে থেকেই এই ট্রেন রয়েছে।

Google search screenshot

ভিডিও ছাড়াও গুগল থেকে The Economic Times এর ২০০৭ সালের এবং Adani Ports & Logistics এর রিপোর্ট অনুসারে ২০০৭ সালের অগাস্ট মাস থেকে শুরু হবে আদানি গোষ্ঠীর পণ্যবাহী ট্রেন। জানা গেছে আদানি গোষ্ঠীর কাছে প্যান -ইন্ডিয়ার লাইসেন্স থাকার ফলে দেশে রিটেল, পানীয় দ্রব্য, অটো-মোবাইল পার্টস, শস্য এই ধরণের পণ্য সরবরাহ করবে। আদানি লজিস্টিক্সের তরফ থেকে পাটলী ও কিলারাইপুরে দেশের অভ্যন্তরে মালপত্র সরবরাহ করার ডিপো তৈরী হয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে নীল রঙের যে ট্রেনটিকে ভারতীয় রেল বলে দাবি করা হয়েছে তা আসলে আদানি গোষ্ঠীর পণ্যবাহী মালগাড়ি। 

Conclusion 

সোশ্যাল মিডিয়াতে আদানি গ্রুপের মালগাড়ির ভিডিওকে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হয়েছে। বলা হচ্ছে মালবাহী ট্রেন যা ভারতীয় রেলের, কেন্দ্র সরকার ভারতীয় রেল আদানির কাছে বিক্রি করার কারণে রেলের গায়ে Adani নামটি লেখা হয়েছে।  

Result – Misleading

Our sources

The Economic Times – https://economictimes.indiatimes.com/a-companies/adani-group/adani-logistics-to-launch-container-train-operations/articleshow/2209871.cms?from=mdr

Adani Ports & Logistics – https://www.adaniports.com/logistics

YouTube Video – https://www.youtube.com/watch?v=Uob7J4BiZ2U https://www.youtube.com/watch?v=0hL1QNqUJ7k

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular