Fact Check
Fact Check: রাশিয়া প্রধান ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন? ফেসবুকে ছড়ালো সম্পাদিত ছবি

Claim: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন
Fact: এই দাবিটি ভুল, বৌদ্ধ ভিক্ষুকের বেশে পুতিনের ভাইরাল ছবিগুলো AI তে বানানো
ফেসবুকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনের কিছু ছবি ছড়িয়েছে যেখানে ওনাকে গেরুয়া বসনে দেখা যাচ্ছে এবং সাথে দাবি করা হচ্ছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৌদ্ধ ধর্মে শ্রামণ দীক্ষা নিয়েছেন।

Fact check/ Verification
রাশিয়া প্রধান ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন এই দাবিটি মিথ্যা কারণ ওনার যে ছবিগুলো ছড়িয়েছে তা তৈরী করা।
পুতিনের ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা ফেসবুকের @KhaosodEnglish এর পেজ পাই। ১৯শে মার্চের এই পোস্টে পুতিনের একই ছবি আমরা পাই যা ‘রাশিয়া প্রধান ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন’ এই দাবি সমেত ভাইরাল হয়েছে। গেরুয়া বসনে হাতজোড় করে প্রার্থনার ভঙ্গিতে বসে আছেন পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট যে বাইডেনের ছবিও রয়েছে। চগুলোর সাথে লেখা হয়েছে ‘কল্পনা, পুতিন ও বাইডেনের বৌদ্ধ ভিক্ষুকের বেশে ভাইরাল ছবি। ছবিগুলো Ekachai Hongkangwan এর ফেসবুক থেকে নেওয়া।’
অন্যদিকে টুইটারে Pravit Rojanaphruk প্রোফাইল থেকেও একই ছবি পোস্ট করা হয়েছে ১৯শে মার্চে। Artificial intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রাশিয়া প্রধান ভ্রাদিমির পুতিন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন দাবিটি আসলে ভুল। যে ছবিগুলো ছড়িয়েছে তা Artificial intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী।
Result: False
Our Sources
KhaosodEnglish Facebook post
Pravit Rojanaphruk Tweet post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।