Authors
Claim
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে ‘Tagore’চলচ্চিত্রে ‘ঠাকুরের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ‘Laggan’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়াড়েকর।
Fact
অমিতাভ বচ্চন সত্যিই কবিগুরুর রূপে অভিনয় করেছেন কিনা জানার জন্য আমরা পরিচালকের সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল খুঁজি। পরিচালক আশুতোষের টুইটার ও ইনস্টাগ্রামে আমরা ‘Tagore’ নামের কোনো সিনেমার পোস্টার পাইনি, না অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টে এমন সিনেমার উল্লেখ রয়েছে। জানিয়ে রাখি আশুতোষের ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই।
‘Tagore’ সিনেমার যে পোস্টারটি ভাইরাল হয়েছে তাতে ‘OTTPlay’ ও #AIwood কথাটি লেখা রয়েছে। আমরা ফেসবুকে ও ইনস্টাগ্রামে OTTPlayর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানতে পারি এটি কৃত্তিমবুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরী।
ইনস্টাগ্রামে OTT প্রোফাইলে শুধু অমিতাভ নয়, ভারতের স্মরণীয় স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের ভূমিকায় দক্ষিণের তারকা রামচরণ, বিকাজী কামার ভূমিকায় আলিয়া ভট্ট, রবীন্দ্রনাথের ভূমিকায় অমিতাভ ও অ্যানি বেসন্তের ভূমিকায় জিনাত আমানের ছবি রয়েছে। এই সব অভিনেতাদের, স্মরণীয় ব্যক্তিদের চেহারায় কেমন লাগবে তা AI এর দ্বারা তৈরী করে দেখানো হয়েছে।
Result: False
Sources
OTTPlay instagram
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।