Claim
দেশের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য প্রাক্তন ‘মিস ইউক্রেন’ আনাস্তাসিয়া লেনা (Anastasiia Lenna) ইউক্রেন সেনাবাহিনীতে যোগদান করেছেন।
Fact
রাশিয়া-ইউক্রেনের বিবাদকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে যার বেশির ভাগই বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত নয়। এই বিবাদের আবহে বাংলার সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রাক্তন ‘মিস ইউক্রেন’ (Miss Ukraine) এর সেনাবাহিনীতে যোগদান করেছে এই দাবিতে পোস্ট করেছে আনাস্তাসিয়া লেনার কিছু ছবি। কোথাও দেখা যাচ্ছে আনাস্তাসিয়া সেনাদের মতো পোশাক পরে আছেন , হাতে ধরা কালাশনিকভ। ক্যামেরার সামনে চকচকে ত্বকের আনাস্তাসিয়া পরিচিতি বেশভূষা ছেড়ে খাকি রঙের প্যান্ট, পায়ে সেনাবাহিনীর বুট, কালো জ্যাকেট পরে হাতে বন্দুক নিয়ে দাঁড়ানো। আবার কোথাও দেখা যাচ্ছে বরফের মধ্যে দুধ সাদা পোশাকে ঢাকা সর্বাঙ্গ।মুখে সাদা মাস্ক, হাতে বন্দুক যা তাক করা আছে শত্রু পক্ষ্যের দিকে।
বাংলার প্রথম সারির সংবাদ সংস্থা আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, সংবাদ প্রতিদিন থেকে প্রকাশিত হয়েছে আনাস্তাসিয়ার ছবি.যেখানে একদিকে গ্ল্যামারের দুনিয়া ও আধুনিক পোশাক ছেড়ে পরিধান করেছেন সেনার পোশাক। ছবির সাথে দাবি করা হয়েছে ইউক্রেনের দুর্দিনে গ্ল্যামারের জগত ছেড়ে হাতে দেশকে রাশিয়ার হাত থেকে বাঁচাতে অস্ত্র তুলে নিলেন ইউক্রেন সুন্দরী আনাস্তাসিয়া লেনা।
কিন্তু সত্যিই কি আনাস্তাসিয়া ইউক্রেন সেনাবাহিনীতে যোগদান করেছে রাশিয়ার বিপক্ষে লড়াই করার জন্য? না, আনাস্তাসিয়াকে নিয়ে যে দাবি করা হয়েছে তার সত্যতা তিনি নিজেই সামনে এনেছেন। ২০১৫ সালের ইউক্রেনের সেরা সুন্দরীর খেতাব জেতা আনাস্তাসিয়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন তিনি সেনা বাহিনীতে নেই, আর পাঁচজন সাধারণ ইউক্রেন বাসীর মতো তিনিও একজন মানুষ, একজন নারী। তিনি Airsoft খেলার খেলোয়াড় ছিলেন। সেনার পোশাকে নিজের ছবি পোস্ট করার মাধ্যমে তিনি কোনো মিথ্যাচারকে প্রশ্রয় দিতে চাননি। বরং তিনি বোঝাতে চয়েছন দেশের এই দুঃসময়ে ইউক্রেনের মেয়েরাও এগিয়ে আসুক। তারাও যে কারোর থেকে কোন নয় তা প্রমান করুক।
Result: Misleading Content/Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।