Claim: অঙ্কিতা বিজয়, যে একটি মুসলিম ছেলের প্রেমে পরে এবং পরে তাকে নরক যন্ত্রনা সহ্য করতে হয়
Fact: যার ছবি ভাইরাল হয়েছে সে মালায়ালম অভিনেত্রী, যিনি তার প্রেমিকের হাতে লাঞ্চিত হয়েছিলেন
ফেসবুকে এক যুবতীর ছবি ঘিরে দাবি মেয়েটির নাম অঙ্কিতা বিজয়, যে একটি মুসলিম ছেলের প্রেমে পরে। মেয়েটি মুসলিম ছেলেটিকে ভালোবেসে সব ছাড়তে চেয়েছিলো, কিন্তু পরে সে তার প্রেমিকের হাতে অত্যাচারিত হয়। মেয়েটি লাভ-জিহাদের শিকার হয়েছে।
ভাইরাল ছবিতে মেয়েটির মুখে, চোখে, হাতে মার্ খাওয়ার কালসিটে দাগ দেখা যাচ্ছে। ছবির সাথে দাবি করা হয়েছে হিন্দু এই মেয়েটির উপর অত্যাচারের চিহ্নই বর্ণনা করছে মুসলিমদের প্রেম কতটা নিষ্ঠুর, বেচে থাকতেই মেয়েটিকে জন্নত দেখিয়ে দিলো।


Fact check / Verification
অঙ্কিতা বিজয়, যে একটি মুসলিম ছেলের প্রেমে পরে এবং পরে তাকে নরক যন্ত্রনা সহ্য করতে হয়, প্রকৃত সত্য হলো মালায়ালম অভিনেত্রীর প্রেমিকের হাতে মারধরের ছবি সোশ্যাল মিডিয়াতে লাভ-জিহাদের তকমা সমেত ছড়ালো।
লাভ-জিহাদের শিকার অঙ্কিতা বিজয়ের নামে যার ছবি ভাইরাল হয়েছে সে আসলে মালয়ালম অভিনেত্রী নাম অনিকা বিক্রামান।

ভাইরাল ছবির রিভার্স ইমেজ করার পর আমরা ‘anicka vikhraman and anoop pillai’ এই লেখাটি দেখি এবং সাথে অঙ্কিতা বিজয়ের দাবিতে ভাইরাল ছবিগুলো দেখি। Hindustan Times এর ৭ মার্চ ২০২৩ সালের রিপোর্টে অনিকার হাসি মুখের ছবি ও প্রেমিকের হাতে অত্যাচারের ছবি দেখি। রিপোর্টে বলা হয়েছে অভিনেত্রী তার প্রেমিকের হাতে লাঞ্চিত হয়েছেন, কিন্তু এতেই ক্ষান্ত হননি ওনার প্রেমিক। এই ঘটনার পর অনিকা ও ওনার পরিবারের লোকজন ধমকি ফোন পাচ্ছেন। এতে অভিনেত্রী ও ওনার পরিবারের সকলেই যথেষ্ট ভীত ও বিরক্ত হয়ে আছেন।

The Indian Express এর রিপোর্টে বলা হয়েছে মারধরের ছবি অনিকা নিজের ফেসবুক থেকে পোস্ট করে লেখেন ‘এতো কিছুর পরেও আমি এই ঘটনাকে পিছলে ফেলে এগোতে পারছি না, কারণ আমি ও আমার পরিবার সমানে ধমকি কল পাচ্ছে।’ তিনি আরো বলেছেন, ওনার শেষ ছবিটি প্রেমিকের হাতে মার্ খাওয়ার আগের। তিনি কাজ শুরু করেছেন এই মনে করে হয়ত এই সমস্ত কিছু ভুলে যেতে পারবেন। তিনি নিশ্চিত কইছেন তিনি আগের থেকে এখন অনেক সুস্থ আছেন।
পোস্টে তিনি লিখেছেন তার প্রেমিকের নাম অনুপ পিল্লাই। অনিকা অনেক দিন ধরেই ধরেই অনুপের হাতে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচারিত হচ্ছিলেন। অনিকার ছবি সামনে আসার পর সোশ্যাল মিডিয়া ও মিডিয়াতে অনুপ পিল্লাইকে নিয়ে চর্চা শুরু হয়েছে। মিডিয়া রিপোর্ট বা অনিকার কোনই পোস্টে এমন উল্লেখ নেই যে ওনার এই ঘটনাটি লাভ-জিহাদের বিষয়।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে অঙ্কিতা বিজয়, যে একটি মুসলিম ছেলের প্রেমে পরে এবং পরে তাকে নরক যন্ত্রনা সহ্য করতে হয় আসলে এটি মালায়ালম অভিনেত্রীর প্রেমিকের হাতে মারধরের ছবি সোশ্যাল মিডিয়াতে লাভ-জিহাদের তকমা সমেত ছড়িয়েছে।
Result: False
Our Sources
Hindustan Times report, published on 7 March 2023
The Indian Express report from 7 March 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।