Claim
ফেসবুকে ভাইরাল দাবি বিশ্বকাপে ষষ্ঠতম সেমী-ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের মাঠে মেসির একটি ছবি দুইদিন আগে পোস্ট করে লেখা হয়েছে ‘ এর আগে ৫টির একটিতেও হারেনি, আজ ইতিহাসের পুনরাবৃত্তি হবে’ .

Fact
বিশ্বকাপে ষষ্ঠতম সেমী-ফাইনাল খেলেছে আর্জেন্টিনা – এই দাবিটি ভুল। আমরা প্রথমে জানার চেষ্টা করি, আর্জেন্টিনা এখনো পর্যন্ত কতবার সেমী-ফাইনাল খেলেছে। এই পর্যায়ে en.as.com এর একটি ১৪ই ডিসেম্বর ২০২২ সালের একটি রিপোর্ট পাই। এখানে আমরা জানতে পারি এখনো পর্যন্ত আর্জেন্টিনা কতবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেছে। কোনো ফুটবল দলের বিশ্বকাপ ফাইনাল খেলার অর্থ হলো সেই টীমটি সেমী-ফাইনালে জিতেছে। জানা গিয়েছে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬,১৯৯০ , ২০১৪ সালের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। তার মানে ২০২২ সালের বিশ্বকাপে সত্যিই আর্জেন্টিনা ৬ নম্বর সেমী ফাইনাল খেলেছে?

এখানে জানিয়ে রাখি ১৯৩৪ সালের বিশ্বকাপে সুইডেনের কাছে ৩-২গোলে পরাজিত হয় এবং সেই বারের মতো সেমী ফাইনালে পৌঁছতে পারেনি। ২০১৪ সালে নেদারল্যান্ডের সাথে আর্জেন্টিনার সেমী-ফাইনাল খেলা হয়, যেটি ড্র হয়েছিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনাতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। এই বছর নকআউট খেলার পর কোয়াটার ফাইনাল খেলায় হয় এবং সেখান থেকে সোজা অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। এই বছর আর্জেন্টিনার সাথে নেদারল্যান্ডের খেলা হয় যেখানে ৩-১ গোলে যেতে আর্জেন্টিনা।
FIFAর ওয়েবসাইটেও আমরা ১৯৭৮ সালের বিশ্বকাপের সূচি পাই। এখানেও নকআউট ম্যাচ আর ফাইনাল খেলার উল্লেখ করা আছে।

অর্থাৎ বিশ্বকাপে ষষ্ঠতম সেমী-ফাইনাল খেলেছে আর্জেন্টিনা এই দাবিটি সঠিক নয়। ১৯৭৮ সালে আর্জেন্টিনা সেমী-ফাইনাল খেলেনি। হিসেব মতো আর্জেন্টিনার এই বছরের বিশ্বকাপ ফাইনাল ষষ্ঠতম ফাইনাল ম্যাচ।
Result: Partly-False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।