Claim
ফেসবুকে ভাইরাল দাবি KIFF এর মঞ্চে অরিজিৎ সিংহ ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছেন। তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জীর সামনে দাঁড়িয়ে গেরুয়া গাইছেন।

Fact
KIFF এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অরিজিৎ সিংহ শুধু মাত্র কি ‘ রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছেন?
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা আসল ভিডিওর অনুসন্ধান করে সত্যতা যাচাই করা শুরু করি। মঞ্চে মমতা ব্যানার্জী, শাহরুখ, রানী মুখার্জী, অনিতার ও জয়া বচ্চন, সৌরভ গাঙ্গুলির মতো তাবড় তাবড় ব্যক্তিত্বদের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে গেয়ে ওঠেন ;বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল গানটি। এই সময় পাশে দাঁড়ানো ছিলেন ছবির পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল সাংসদ রাজ্ চক্রবর্তী।
এরপরেই অরিজিৎ বলেন শাহরুখ সামনে আছেন আর ওনার কোনো ছবির গান হবে না, এই বলে তিনি ‘Dilwale’ সিনেমার ‘রং দে তু মোহে গেরুয়া; গানটি গান।
মুখ্যমন্ত্রীর ফেসবুক থেকে আমরা আসল ভিডিওটি পাই। এছাড়াও এই সময়ের রিপোর্টেও আমরা এই দিনে KIFF এর অনুষ্ঠানে অরিজিতের গান শুনি।
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে KIFF এর মঞ্চে অরিজিৎ সিংহ ‘রং দে তু মোহে গেরুয়া’ গানটি গেয়েছেন, তিনি শুধু মাত্র এই গানটি গাননি। একটি বাংলা সিনেমার গানও গেয়েছিলেন।
Result – False
Our Sources
Mamata Banerjee’s official facebook video of 15th Dec 2022
Ei Samay video of 15th Dec 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।