Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হরি ডাক্তারের বাড়ির দুর্গা মন্দিরে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান পুড়িয়ে দিয়েছে।
তদন্তে স্পষ্ট হয়েছে, দাবিটি সম্পূর্ণ ভুয়ো। ভিডিওটি চট্টগ্রামের ওই মন্দিরের নয় এবং ঘটনাটির সঙ্গে কোরান পোড়ানোর কোনো সম্পর্ক নেই।
একটি প্ররোচনামূলক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, বাংলদেশের চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হরি ডাক্তারের বাড়ির দুর্গা মন্দিরে, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানে আগুন লাগিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।

ইন্টারনেটে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, বাংলাদেশের সংবাদমাধ্যম Dhaka Post-এর ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, বিষয়টি খতিয়ে দেখতে ভাইরাল ভিডিয়োতে দেওয়া ঠিকানায় যান, হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারি থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় মানুষজন।
তাঁরা দেখেন, প্রথমত, ওই মন্দিরে তখনও কোন দুর্গা প্রতিমা আনা হয়নি। কেবলমাত্র কালী মূর্তি রয়েছে। যদিও ভাইরাল ভিডিয়োতে মন্দিরে দুর্গাপ্রতিমা দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, ওই মন্দিরের মেঝেতে কোনও টাইলস নেই, অথচ ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট টাইলস দেখা যায়।
এই বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রাসেল সংবাদমাধ্যমকে জানান যে, ভিডিয়োটি ভুয়ো এবং ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

আরও দুই বাংলাদেশি সংবাদমাধ্যম, চট্টগ্রাম প্রতিদিন ও Barta24-এর প্রতিবেদন থেকে জানা যায় যে, দোষীদের খুঁজে বের করে, আইনানুগ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ।
এমনকী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফেও ভাইরাল দাবিটিকে ভুয়ো বলে দাবি করা হয়েছে।
ভাইরাল ভিডিয়োটি আসলে কোন স্থানের সেটা জানা না গেলেও এটা স্পষ্ট যে, দাবিটি ভুয়ো।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিয়োটি কোথায় বলে দাবি করা হচ্ছে?
চট্টগ্রামের হাটহাজারির একটি দুর্গা মন্দিরে বলে দাবি করা হচ্ছে।
প্রশ্ন ২: পুলিশের তদন্তে কী জানা গেছে?
মন্দিরে কোনও কোরান পোড়ানোর ঘটনা ঘটেনি, ভিডিয়োটি ভুয়ো।
প্রশ্ন ৩: ভিডিয়োতে দেখা মন্দিরের সঙ্গে হাটহাজারির মন্দিরের কী পার্থক্য?
হাটহাজারির মন্দিরে টাইলস নেই ও দুর্গাপ্রতিমা ছিল না, অথচ ভিডিয়োতে দুটোই দেখা যায়।
প্রশ্ন ৪: সরকারিভাবে কি এই দাবিকে ভুয়ো বলা হয়েছে?
হ্যাঁ, পুলিশের পাশাপাশি সরকারের প্রেস উইংও ভিডিয়োটিকে ভুয়ো বলে ঘোষণা করেছে।
প্রশ্ন ৫: ভিডিয়োটি আসলে কোথাকার?
ভিডিয়োটির আসল অবস্থান এখনও চিহ্নিত হয়নি।
Sources
Report by Dhaka Post
Report by চট্টগ্রাম প্রতিদিন
Report by Barta24
Facebook post by CA Press Wing Facts
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 14, 2025
Tanujit Das
November 7, 2025