Authors
Claim: বাংলাদেশের নারায়ণগঞ্জে হিন্দু মহিলার উপর অত্য়াচারের দৃশ্য়।
Fact: ভাইরাল দবিটি ভুয়ো এবং মহিলাটি মুসলিম।
বাংলাদেশে হিন্দু নিগ্রহের আবহে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে কয়েকটি ছবি। যেখানে একজন মহিলাকে আর্তনাদ করার মতো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ছবিগুলো নেটমাধ্য়মে পোস্ট করে অনেকেই সেটাকে বাংলাদেশে হিন্দু মহিলার উপর অত্য়াচারের দৃশ্য় বলে দাবি করেছেন। ফেসবুকে লেখা হয়েছে, “প্রতিবেশী দেশে ঘটে যাওয়া আর একটা নির্মম ঘটনা:- আড়াইহাজার, নারায়ণগঞ্জ, বাংলাদেশ:- হিন্দু মহিলাকে, অর্ধনগ্ন করে জলে ডুবিয়ে রেখে নির্যাতন। একটা অসভ্য,জেহাদী,বিকৃত মানসিকতা সম্পন্ন মৌলবাদীদের দেশ হচ্ছে বাংলাদেশ। এসব বাংলাদেশের ঘটনা বলে নিশ্চিন্ত হবেন না। আসলে এটা হলো আয়না,যা আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা জানান দিচ্ছে,কিন্তু সব দেখেও আমাদের চোখে ধুলো পরে আছে। এবার থেকে ভাবা প্র্যাকটিস করুন, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে ওরা সংখ্যাগুরু হয়ে গেলে কি কি হতে পারে।”
Fact Check/ Verification
ভাইরাল দাবিতে উপস্থিত তথ্যের ভিত্তিতে বাংলায় কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, Somoy News -এর ওয়েবসাইটে ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছিল, গত ২৬ ডিসেম্বর রাতে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার কাহিন্দি গ্রামে সাত-আটজনের একটি দল গাড়ি চুরির চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীদের সন্দেহ হলে, বিলাল ও লাভলি নামে ওই চক্রের দুই সদস্যকে পাকড়াও করে। এরপর সাধারণ মানুষের মারধরে বিলালের মৃত্য়ু হয় এবং লাভলি জীবন বাঁচাতে পাশের খালে ঝাঁপ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, মহিলাকে উদ্ধার করে। এই বিষয়ে সহকারি পুলিশ সুপার মেহেন্দি ইসলাম জানান, ধৃতের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়। যদিও মহিলাটির হিন্দু নাকি মুসলিম, সেই বিষয়ে ওই প্রতিবেদন থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।
এরপর News Checker-এর তরফে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিক গোলাম রব্বানি শিমুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নারায়ণগঞ্জের সার্কেল পুলিশ সুপার এবং ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া মহিলার প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা নিশ্চিত করেন যে, লাভলি একজন মুসলিম, তার বাবার নাম ইদ্রিশ আলি। সে আড়াইহাজারের তিলচণ্ডির বাসিন্দা।
Conclusion
সুতরাং এখন স্পষ্ট যে, ভাইরাল দবিটি ভুয়ো এবং মহিলাটি মুসলিম।
Result: False
Sources
Article Published by Somoy News on 27th dec 2024
Telephonic Conversation with Narayanganj journalist Golam Rabbani Shimul
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।