সম্প্রতি বেঙ্গল বিজেপির সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বিরোধীদল তৃণমূলকে উদ্দেশ্য করে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বসিরহাটে এক বিজেপি নেতার দোকানে ও স্কুলে অগ্নিসংযোগ করার জন্য দায়ী করা হয়েছে তৃণমূলকে। দাবি করা হয়েছে বসিরহাটে বিজেপি নেতা নূর ইসলাম তৃণমূলের অনৈতিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ফল স্বরূপ তৃণমূলের গুন্ডারা নূরের দোকান ও স্কুলে আগুন লাগিয়ে দেয়।
Fact check / Verification
বেঙ্গল বিজেপির সোশ্যাল মিডিয়ার পোস্টে বসিরহাটের নূর ইসলানের দোকানে ও স্কুলে আগুনে পুড়ে যাওয়ার যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা আসলে ২০১৪ সালের ক্যালোফোর্নিয়ার একটি অগ্নিসংযোগের ঘটনার ছবি। পোস্ট থেকে এই ছবিটি কেটে নিয়ে গুগলে রিভার্স ইমেজ করার পর ২০১৪ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ায় আগুন লাগার কিছু ঘটনা আমাদের সামনে আসে।

BBC News এর রিপার্ট অনুযায়ী ক্যালিফোর্নিয়ার দক্ষিণে এই আগুন লাগার কারণ হলো দাবানল এবং এর কারণে সান-দিয়েগোর বহু বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে রীতিমতো পালতে হয়। আগুন লাগার মূল কেন্দ্র হলো এখানের উপকূলবর্তী এলাকা কার্লসবাদ।জানা গেছে উত্তরে একটি পারমাণবিক কেন্দ্র ও মিলিটারি বেস ক্যাম্প খালি করে দেওয়া হয়েছে এই আগুনের জন্য। BBC News এ উক্ত ছবিটি আমরা পাই।

Vox ও CBS News এর রিপোর্টেও আমরা আগুনে পুড়ে যাওয়া এই ঘরের ছবিটি পাই। CBS News এর মতে ক্যালিফোর্নিয়ার সান মার্কোসে মাত্রা ছাড়ানো তাপমাত্রা, শুকনো আবহাওয়া ও তীব্র হওয়ার দাপটে এই আগুন নিমিষের মধ্যে বিস্তার করে। এই এলাকার আরো চারটি স্থান থেকে আগুন লাগার খবর এসেছে বলে জানা গেছে।

Conclusion
বেঙ্গল বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে বসিরহাটের বিজেপি নেতা নূর ইসলামের দোকানে ও স্কুলে অগ্নিসংযোগের ঘটনা বর্ণনা করতে গিয়ে আগুনে পোড়া একটি বাড়ির ছবি ব্যবহার করেছে। আগুনে পোড়া এই ছবিটি বসিরহাটের নয় বরং ক্যালোফোর্নিয়ার ২০১৪ সালের দাবানলের ছবি।
Result – Misplaced contex
Our sources
BBC News – https://www.bbc.com/news/world-us-canada-27420698
CBS News – https://www.cbsnews.com/pictures/california-wildfires-fueled-by-wind/
VOX news – https://www.vox.com/2014/5/19/5730870/wildfires-getting-worse-congress-unprepared
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।