Fact Check
Weekly Wrap: ক্য়ালিফোর্নিয়ার দাবালন থেকে মহাকুম্ভ! সপ্তাহভর ইন্টারনেটে ভাইরাল ভুয়ো দাবিগুলোর সত্যতা জানুন এখানে…

ক্য়ালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে ১২ হাজার সম্পত্তি, ঘর ছাড়া হয়েছেন ৯২ হাজার মানুষ এবং মৃত্য়ু হয়েছে ২৫ জনের। এই পরিস্থিতিতে সপ্তাহভর সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বহু ভুয়ো দাবি। এছাড়া মহাকুম্ভ মেলা নিয়েও রয়েছে ফেক নিউজের ভাণ্ডার। সেগুলোর সত্য়তা যাচাই করেছে News Checker।

সাধকের অগ্নিস্নানের ভিডিয়োটি কি মহাকুম্ভে বিবিসি-র তৈরি কোনও তথ্য়চিত্র? জানুন আসল সত্য়িটা
ভাইরাল ভিডিয়োটি বিবিসির তৈরি কুম্ভ মেলার কোনও তথ্য়চিত্র নয়।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

কোরান থাকায় ক্য়ালিফোর্নিয়ার দাবানলের গ্রাস থেকে বেঁচে গিয়েছে এই বাড়িটি? এই দাবির সত্য়তা জানুন
ভাইরাল ছবিটি পুরোন, এর সঙ্গে ক্য়ালিফোর্নিয়ার দাবানলের কোনও যোগ নেই এবং বাড়িটির মালিক মুসলিম নন।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে সাধারণ মানুষের আজান পাঠ? না, ভাইরাল দাবিটি ভুয়ো
ভাইরাল ভিডিয়োটি পাকিস্তানের এবং তার সঙ্গে লস অ্য়াঞ্জেলসে দাবানলের কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

পলাতক অবস্থায় আন্তর্জাতিক সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা? না, ভাইরাল ছবিটি পুরনো
ভাইরাল ছবিটি পলাতক অবস্থায় ও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাক্ষাৎকার দানের নয়। ছবিটি ২০২৩ সালের।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।