Claim
ফেসবুকে অভিষেক ব্যানার্জী সাপোর্টার্স নামের একটি পেজ থেকে দাবি করা হয়েছে দেশের বাণিজ্য অনুকূল পরিবেশ রূপে সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। দাবি অনুসারে বলা হয়েছে নীতি আয়োগের বিজনেস এনভায়রনমেন্ট বিভাগে বাংলা সব থেকে বেশি নম্বর পেয়েছে ৩৪.৩৫ এবং ডবল ইঞ্জিন সরকারের রাজ্য যেমন গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ এবং ওড়িশার থেকেও এগিয়ে রয়েছে তৃণমূল সরকারের রাজ্য।

Fact
নীতি আয়োগের রিপোর্ট অনুসারে দেশে বাণিজ্য অনুকূল পরিবেশ রূপে সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ কিনা যাচাই করার জন্য নীতি আয়োগের রিপোর্ট খুঁজি। India Innovation Index 2021 সালের রিপোর্টে আমরা খুঁজে পাই। ভারতের বাণিজ্যের অনুকূল পরিবেশ রাজ্যের মধ্যে ৪০.৮০ নম্বর পেয়ে তালিকায় সবার প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। এরপর নাম রয়েছে তেলেঙ্গানা, যার প্রাপ্ত নম্বর হলো ৩৬.৫৪,তামিলনাড়ু ৩৬.০৬। দেশে বাণিজ্য অনুকূল পরিবেশ রূপে সব থেকে বেশি নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ এই দাবিটি প্রকৃতপক্ষে বিভ্রান্তিকর। বাংলার থেকেও বেশি নম্বরের স্থানাধিকারী উত্তরপ্রদেশ, তামিলনাড়ু।


অন্যদিকে আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ এবং ওড়িশা এই বিভাগে বাংলার থেকে কম নম্বর পেয়েছে। গুজরাটের নম্বর -৩২.৪৬, মধ্যপ্রদেশ-৩০.৭৪ বিহার-২৭.২১ এবং ওড়িশা-২২.৮০.
অর্থাৎ ফেসবুকে যে পোস্টটি ভাইরাল হয়েছে তার শব্দ পরিবেশনের মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
Result: Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।