শুক্রবার, এপ্রিল 26, 2024
শুক্রবার, এপ্রিল 26, 2024

HomeFact Checkকলকাতায় শিল্প সম্মেলনের আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি 

কলকাতায় শিল্প সম্মেলনের আবহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিভ্রান্তিকর দাবি 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

গতসপ্তাহে কলকাতার নিউ টাউনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) এবং এই শিল্প সম্মেলনের আবহে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ও শিল্পপতি গৌতম আদানি। ছবিতে একদিকে প্রধানমন্ত্রীকে এক মহিলাকে নমস্কার করতে দেখা যাচ্ছে যাকে বলা হয়েছে গৌতম আদানির স্ত্রী। অন্য ছবিতে আদানি মমতা ব্যানার্জীর সামনে ঝুকে ওনাকে অভিবাদন জানাচ্ছেন। 

ছবিটির মধ্যে এক জায়গায় লেখা কিভাবে প্রধানমন্ত্রী আদানির স্ত্রীর সামনে ঝুঁকছেন আর অন্যদিকে আদানি মমতা ব্যানার্জীর সামনে ঝুঁকে রয়েছেন।

কলকাতায় শিল্প সম্মেলনের আবহে image 1
Courtesy: Facebook / Surajit Ghosh


কলকাতায় শিল্প সম্মেলনের আবহে image 2
Courtesy: Facebook / ChanchalMahata08
কলকাতায় শিল্প সম্মেলনের আবহে image 3
Courtesy: Facebook / Arati Pandey

প্রায় দুই বছর পর বাংলায় অনুষ্ঠিত হয়েছে শিল্প সম্মেলন (BGBS2022) । নবান্নের তরফ থেকে জানানো হয়েছে ৩কোটি, ৪২ লক্ষ, ৩৭৫টাকার লগ্নি এসেছে। পশ্চিমবঙ্গে যাতে শিল্পপতিরা সহজেই বাণিজ্যের বিস্তার করতে পারে সেই অনুসারে কাজ করবে রাজ্যসরকার। 

অন্যদিকে এই সম্মেলনের পর রাজ্যের বিরোধী দল প্রশ্ন তুলেছে এর আগে যে বাণিজ্য সম্মেলন হয়েছিল তার থেকে রাজ্যে কতটা কর্মসংস্থান হয়েছে বা পশ্চিমবঙ্গের বেকারত্বের সংখ্যা কতটা কমেছে?

Fact check / Verification 

কলকাতায় শিল্প সম্মেলনের আবহে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও গৌতম আদানির ছবিটি যে দাবির সাথে ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করার জন্য আমরা প্রথমে ছবিটির রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা অমর উজ্বালার একটি লিংক পাই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক মহিলাকে নমস্কার করতে দেখা যাচ্ছে যাকে আদানির স্ত্রী বলা হয়েছে। 

Courtesy: Amar Ujala

রিপোর্টে বলা হয়েছে মহিলাটি আসলে রাজধানী দিল্লিতে অবস্থিত একটি এনজিওর প্রধান পরিচালক নাম, দীপিকা মন্ডল। দিল্লির Divyajyoti Culture Organization and Welfare Society প্রধান পরিচালক। অমর উজ্বালাতে দীপিকার সাথে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের ছবি, রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চন ও বিদ্যা বালানের ছবিও। 

কলকাতায় শিল্প সম্মেলনের আবহে আদানির স্ত্রীর নামে পৃথক ছবি ছড়ালো 

অমর উজ্বলা ছাড়াও আমরা দিব্য মারাঠি ভাস্করের প্রতিবেদনেও দীপিকা মন্ডলের সম্পর্কে জানতে পারি। প্রধানমন্ত্রী মোদির সাথে দীপিকা মন্ডলের যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৫ সালে তোলা হয়েছিল। রাজনৈতিক রথী-মহারথী ছাড়াও তাকে দেখা গিয়েছিলো দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের সাথে, বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথেও। 

এখানে গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানির সম্পর্কে জানা যেতে পারে। 

কলকাতায় শিল্প সম্মেলনের আবহে image 4
Courtesy: Adani Website

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সম্প্রতি কলকাতায় শিল্প সম্মেলনের আবহে ভাইরাল ছবিতে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী গৌতম আদানির স্ত্রীর সামনে ঝুঁকেছেন আসলে এই ছবিতে যে মহিলা রয়েছেন তিনি গৌতম আদানির স্ত্রী নন।

Result: False context / False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular