রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: এবার থেকে ভারতীয় দলের জার্সিতে ‘ভারত’ লেখা থাকবে? সম্পাদিত ছবি...

Fact Check: এবার থেকে ভারতীয় দলের জার্সিতে ‘ভারত’ লেখা থাকবে? সম্পাদিত ছবি ছড়ালো ফেসবুকে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ইন্ডিয়ার বদলে এবার থেকে ‘ভারত’ লেখা থাকবে 
Fact: এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা প্রকৃতপক্ষে এডিট করা 

ফেসবুকে ভারতের ক্রিকেট দলের জার্সিকে নিয়ে নতুন দাবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে এবার থেকে ভারতীয় দলের জার্সিতে ‘ভারত’ লেখা থাকবে। এই দাবির সাথে দুটি ছবি রয়েছে যেখানে একটিতে রয়েছেন বিরাট কোহলি ও অন্যটিতে রয়েছেন রোহিত শর্মা। দুজনের পরনেই রয়েছে ভারতীয় ক্রিকেট দলের পোশাক এবং সেখানে ‘India’র বদলে রয়েছে ‘Bharat’ লেখা। 

ভারতীয় দলের জার্সিতে image 1
Courtesy: Facebook/ tarun.malakar.1650

Fact check/ Verification 

এবার থেকে ভারতীয় দলের জার্সিতে ‘ভারত’ লেখা থাকবে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে, তা সম্পাদিত।

দাবিটির ও ছবির সত্যতা যাচাই করার জন্য আমরা গুগলে খুঁজি আসন্ন ২০২৩ এর বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জার্সি কেমন হবে। এই পর্যায়ে আমরা ২০শে সেপ্টেম্বরের Times Of India র রিপোর্ট পাই। এখানে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি কেমন হবে তার লুক দেখা হয়েছে। 

১৯৮৩ সালে ভারতের কাছে প্রথম বিশ্বকাপ আসে কপিল দেবের হাত ধরে, তরপর ২০১১ সালে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি ঘরে আনেন সোনালী কাপ। এই দুই স্মৃতি নিয়ে এই বছরের ইন্ডিয়ান ক্রিকেট টিম ‘3ka Dream hai apna’ স্লোগান নিয়ে মাঠে নামবে। গায়ে থাকবে নীল জার্সি যাতে কমলা রঙে উজ্জ্বল হয়েছে আছে ‘ India’ নামটি। BCCI এর ২০শে সেপ্টেম্বরের টুইটে দেখানো হয়েছে কি ভাবে ২০২৩ এর স্বপ্নের বিশ্বকাপে ভারতীয় দল ও সমস্ত দেশবাসী নতুন জার্সিতে সেজে উঠেছে। এখানে কোথাও আমরা জার্সিতে ‘Bharat’ কথাটি পাইনি। 

Adidas তৈরী ভারতীয় ক্রিকেট দলের জার্সির কোথাও যে ভারত নামটি লেখা নেই তাও আমরা নিশ্চিত হই এডিডাস ইন্ডিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা ভারতের নীল জার্সির ছবি দেখে। এখানে টেস্ট ম্যাচ, প্র্যাক্টিস ম্যাচ ও খেলার জার্সির নতুন রূপ কেমন তার ছবি রয়েছে এবং প্রতিটি জার্সিতেই রয়েছে ‘India’ কথাটি। 

ভারতীয় দলের জার্সিতে image 2

কিন্তু হঠাৎ কেন এমন দাবি ও সম্পাদিত ছবি ভাইরাল হলো দেশের ক্রিকেট দলের পোশাক নিয়ে তা জানার জন্য আমরা অনুসন্ধান করি। ভারতের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় বীরেন্দ্র সিংহ সেহবাগের একটি টুইট আমাদের চোখে পরে। যেখানে তিনি নিজের একটি খেলার ছবি পোস্ট করে লিখেছেন ৫ই সেপ্টেম্বরের এই টুইটে তিনি লিখেছেন ‘ আমি মনে প্রাণে বিশ্বাস করি একটি এমন নাম যা আমাদের মনের ভেতর গেঁথে থাকবে। আমরা ভারতীয়, ইন্ডিয়া নামটি ব্রিটিশদের মাধ্যমে এসেছে এবং আমাদের ভারতীয় নামটি ফিরে পাওয়ার চেষ্টা আমরা অনেক পরে শুরু করেছি। আমি BCCI ও জয় শাহকে অনুরোধ করবো এই বিশ্বকাপে যেন ভারতের প্রতিটি খেলোয়াড়ের বুকে ‘ভারত’ নামটি লেখা থাকে।

ধারণা করা যেতে ওনার এই টুইটের পরেই হয়তো দেশের ক্রিকেট দলের জার্সিকে নিয়ে এমন দাবি ভাইরাল হয়েছে। 

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত  ফেসবুকে এবার থেকে ভারতীয় দলের জার্সিতে ‘ভারত’ লেখা থাকবে এই দাবিটি ও এর সাথে ভাইরাল ছবিটি ভিত্তিহীন। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে INDIA কথাটি লেখা রয়েছে। 

Result: Altered Image 

Sources
BCCI tweet
AdidasIndia’s Instagram post


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular