রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkবন্ধ করা হয়নি বিগ-বস শো, সোশ্যাল মিডিয়াতে এই জনপ্রিয় টিভি শো কে...

বন্ধ করা হয়নি বিগ-বস শো, সোশ্যাল মিডিয়াতে এই জনপ্রিয় টিভি শো কে নিয়ে ভাইরাল হলো ভুল পোস্ট

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

কালার্স চ্যানেলর সব থেকে জনপ্রিয় টিভি শো বিগ-বসকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে – সালমান খানকে জনগণ আর পছন্দ করছে না তাই বন্ধ হতে বসেছে আসন্ন বিগ-বস ১৪। ভাইরাল এই পোস্টটি এক হাজার তিনশোটি লাইক পেয়েছে এবং ৩৬৯টি কমেন্ট , ১০৪বার শেয়ার হয়েছে।

https://www.facebook.com/photo.php?fbid=858083004963909&set=gm.771912596995596&type=3&theater

Fact check / Verification 

কালার্সের চ্যানেলের বিগ-বস শো বন্ধ হয়নি এবং বরাবরের মতো একে দর্শকদের সামনে পরিবেশন করতে চলেছেন সালমান খান। কালার্সের হিন্দি চ্যানেলে সম্প্রচারিত হয় বিগ-বস শো, যেখানে ১৩জন নামজাদা মুখদেরকে একটি ঘরে রাখা হয় এবং তাদের কার্যকলাপ দর্শকদের সামনে তুলে ধরা হয়। এই শো কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে ভুল খবর যে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে সালমান খানকে তার দায়ী করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে থেকে একেরপর এক ঘৃণাত্মক পোস্ট। সালমানের ফ্যান ফলোইং দিন দিন কমতে থাকার পর বিগ-বস এই শোওটিই নাকি বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই খবরটি সত্যি নয়। গুগলে বিগ-বস ১৪ শোয়ের সম্পর্কে জানার জন্য খোঁজ করলে জানতে পারি আর কিছু দিনের মধ্যেই সম্প্রচারিত হতে চলেছে ২০ সালের বিগ-বস যার সঞ্চালনার দ্বায়িত্বে আছেন খোদ সালমান। 

DNA , Hindustan Times , ABP Live, Indian Express এর রিপোর্ট অনুযায়ী ৩রা অক্টোবর থেকে শুরু হতে চলা এই শোয়ের পুরোনো প্রতিযোগী যেমন হিনা খান, সিদ্ধার্থ শুক্লা, গওহর খান দাবি করেছেন এবারকার শোওতে থাকবে আরো বেশি চমক, রোমাঞ্চ ও টুইস্ট।

Viral social media post claimed that Big boss 14 is cancel because of Salman Khan .
Hindustan Times news screenshot

টুইটারে বিগ-বসের অফিসিয়াল পেজ থেকে এই শোয়ের কিছু টিজার দেখি যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সালমান খান। 

Conclusion

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য সালমানকে পরোক্ষ ভাবে দায়ী করা হলেও আসন্ন জনপ্রিয় হিন্দি শো বিগ-বস ৩রা অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবং সঞ্চালনার দ্বায়িত্বে আছেন সালমান খান। অফিসিয়ালি এই শোয়ের টিজার রিলিজ প্রমান করে সোশ্যাল মিডিয়াতে এই শো কে নিয়ে দাবি সালমানের অনুরাগী সংখ্যা কমে যাওয়ার জন্য এই শো বন্ধ করে দেওয়া হলো তা সম্পূর্ণ ভুল খবর।  

Result – Fake claim

Our sources

ABP Livehttps://news.abplive.com/entertainment/television/bigg-boss-14-promo-of-sidharth-shukla-hina-khan-gauahar-khan-bigg-boss-season-14-1343711

Hindustan Timeshttps://www.hindustantimes.com/tv/bigg-boss-14-hina-khan-sidharth-shukla-promise-a-thrilling-ride-salman-khan-talks-of-a-befitting-reply-to-2020/story-iO6OFyaNudDlH4eWEQ07RP.html

DNAhttps://www.dnaindia.com/television/report-bigg-boss-14-new-promos-sidharth-shukla-hina-khan-gauahar-khan-join-salman-khan-in-responding-to-2020-2844018

The Indian Expresshttps://indianexpress.com/article/entertainment/television/bigg-boss-14-hina-khan-gauahar-khan-and-sidharth-shukla-promise-an-interesting-season-6603087/

Big-boss official twitterhttps://twitter.com/BiggBoss/status/1307975209635295232

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular