Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দাবি করা হচ্ছে যে, প্রত্যেক জীবিকা দিদিকে দেওয়া ১০ হাজার টাকা ফেরত চেয়ে এবার নোটিস পাঠাচ্ছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার।
ভাইরাল ভিডিয়োর দাবিটি বিভ্রান্তিকর। জীবিকা দিদি প্রকল্পের টাকা পাওয়া কোনও মহিলার কাছ থেকে টাকা ফেরত চেয়ে বিহার সরকার নোটিস পাঠায়নি। ভুলবশত যে সমস্ত পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, কেবলমাত্র তাঁদের থেকেই টাকা ফেরত চাওয়া হয়েছে।
বিহারে বিধানসভা ভোটের মুখে, মহিলাদের আত্মনির্ভর করার জন্য একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রত্যেক ‘জীবিকা দিদি‘র ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের তরফে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এরপর, বিহার বিধানসভা ভোটে এনডিএ-র একক সংখ্যা গরিষ্ঠ সরকার তৈরি হয়ে, ভোটের মুখে এই প্রকল্প ঘোষণাকেই দাবি করেছিল বিরোধীরা। নীতীশ সরকারের বিরুদ্ধে ঘুষের রাজনীতি করার অভিযোগ করা হয়ে।
এই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দাবি করা হচ্ছে যে, প্রত্যেক জীবিকা দিদিকে দেওয়া সেই ১০ হাজার টাকা ফেরত চেয়ে এবার নোটিস পাঠাচ্ছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। ওই ভিডিয়োতে সাংবাদিককে কয়েকজন মহিলা বলছেন যে, সেই ১০ হাজার টাকা খরচ করে ফেলেছেন। তাই টাকা ফেরত দিতে পারবেন না। ভিডিয়োতে একটি নোটিসের চিঠিও দেখানো হচ্ছে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এই দেখুন বিহারে কিন্তু খেলা জমে গেছে। আপনারা সকলে জানেন বা আপনাদের মনে আছে যে বিহারে বিধানসভা নির্বাচনে প্রত্যেক মহিলাদের একাউন্টে 10000 টাকা করে দিয়েছিলেন। এখন মজার বিষয় হল এই দশ হাজার টাকা ফেরত চেয়ে প্রত্যেক মহিলাদের বাড়ি বাড়ি নোটিশ পাঠাচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। কি মা দিদিরা বুঝতে পারছেন তো? কত বড় বিজেপি দোগলাবাদ ধান্দাবাজ চিটিংবাজ ধাপ্পাবাজ।”

Evidence
ভিডিয়োর উপরের অংশে এবং সাংবাদিকের বুমেতে ‘বাদালতা হিন্দুস্তান’ (Badalta Hindustan)-এর লোগো দেখতে পাওয়া যায়। সই সূত্র ধরে সার্চ করলে জানা যায় যে, ১৪ ডিসেম্বর, Badalta Hindustan-এর ফেসবুক পেজে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল।
পোস্টের ক্যাপশন ও ভিডিয়োতে থাকা নোটিস জানা যায় যে, বিহারের দ্বারভাঙার জেলার জালে ব্লকের বাসিন্দা বলরাম সাহানির কাছে সেই সরকারি চিঠি পৌঁছেছিল। কারণ, প্রযুক্তিগত ভুলে ‘জীবিকা দিদি’দের সরকারি ১০ হাজার টাকা, তাঁর অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। সেজন্য, জালে ব্লকের প্রকল্প আধিকারিক বলরাম সাহানির কাছে টাকা ফেরত চেয়ে নোটিস পাঠিয়েছিল।

Badalta Hindustan-এর ফেসবুক পেজে আপলোড হওয়া আরও একটি ভিডিয়োতে দেখতে পাওয়া যায় যে, টাক ফেরতের নোটিসে নাম থাকা এক ব্যক্তির সঙ্গে সাংবাদিক কথা বলেছিলেন। ভিডিয়ো থেকে জানা যায়, দ্বারভাঙা জেলার জালে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আহিয়ারি দক্ষিণ গ্রামে ঘটনাটি ঘটেছিল।
তদন্তের খাতিরে Newschecker-এর তরফে Badalta Hindustan-এর সাংবাদিক তওহিদ আহমেদ, যিনি ভিডিয়োটি করেছিলেন, তাঁর সঙ্গে কথা বলা হয়েছিল। তিনি আমাদের জানিয়েছেন যে, কেবমাত্র কয়েকজন পুরুষদেরই সরকারি নোটিস পাঠানো হয়েছিল। কারণ ভুলবশত সরকারি টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। কোনও মহিলাকে নোটিস পাঠানো হয়নি। ভিডিয়োতে যে মহিলাদের বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে, তাঁরা ওই পুরুষদেরই পরিবারের সদস্য।
পাশাপাশি, বলরাম সাহানির সঙ্গেও আমরা কথা বলেছিলাম। যিনি একজন প্রতিবন্ধী। তিনি জানিয়েছেন যে, দীপাবলির সময়ে ওই ১০ হাজার টাকা তাঁর ব্যাঙ্ক অ্যকাউন্টে ঢুকেছিল। তিনি ভেবেছিলেন যে, সেচা হয়ত কোনও প্রতিবন্ধী প্রকল্পের টাকা। যদিও পরে সরকারি নোটিস পাওয়ার পর, তিনি বিষয়টা বুঝতে পারেন।
তিনি আরও জানিয়েছেন যে, তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে কোনও সরকারি টাকা ঢোকেনি। তবে ভিডিয়োতে যে মহিলাদের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে, তাঁরা প্রতিবেশী। তাঁদের বাড়ির পুরুষদের অ্যাকাউন্টেও সরকারের টাকা ঢুকেছিল। গ্রামের কোনও মহিলা টাকা ফেরতের নোটিস পাননি বলেও বলরাম সাহানি আমাদের জানিয়েছেন।
ভাইরাল দাবিটি সম্পর্কে আরও জানতে দ্বারভাঙা জেলার জীবিক দিদি প্রকল্পের আধিকারিক নিচা গর্গের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে, কোনও মহিলার কাছে ১০ হাজার টাকা ফেরতের নোটিস পাঠানো হয়নি। যে যে পুরুষদের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢুকেছিল, তাঁদেরকেই নোটিস পাঠানো হয়েছে। এমন, ১৪ পুরুষকে এই নোটিস পাঠানো হয়েছে।
একাধিক সংবাদমাধ্য়মে খবরটি প্রকাশিত হয়েছে। প্রতি প্রতিবেদনেই বলা হয়েছে যে, ভুলবশত কয়েকজন পুরুষের অ্যাকাউন্টে সরকারি ১০ হাজার টাকা ঢুলেছিল। সেই টাকা ফেরত চেয়ে পুরুষদের নোটিস পাঠানো হয়েছে।
এছাড়া, জীবিকা দিদি প্রকল্পের টাকা ফেরত সংক্রান্ত কোনও নোটিস সরকারি ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়নি।
Verdict
এখান থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োর দাবিটি বিভ্রান্তিকর। জীবিকা দিদি প্রকল্পের টাকা পাওয়া কোনও মহিলার কাছ থেকে টাকা ফেরত চেয়ে বিহার সরকার নোটিস পাঠায়নি। ভুলবশত যে সমস্ত পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, কেবলমাত্র তাঁদের থেকেই টাকা ফেরত চাওয়া হয়েছে।
Sources
Badalta Hindustan Fb Video’s On Dec 14, 2025
Telephonic Conversation With Reporter Tauheed ahmad
Telephonic conversation with the person who received the notice named Balram Sahni
Telephonic Conversation With DPM Darbhanga
Self Analysis
Tanujit Das
December 3, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025