Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হিন্দিতে শপথ গ্রহণের সময় তোতলাচ্ছেন বিহারের শিক্ষামন্ত্রী।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ২ ডিসেম্বর, Hindustan Times-এর ওয়েবসাইটে একই ফ্রেম-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায়, বিহার বিধানসভায় হিন্দিতে শপথ গ্রহণের সময়, তোতলাচ্ছিলেন জেডিইউ-এর নবনির্বাচিত বিধায়িকা বিভা দেবী। ঠিক করে হিন্দি পড়তে পারছিলেন না তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে, নেটিজেনরা কটাক্ষ করে।

২ ডিসেম্বর, সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডেলে বিভা দেবীর শপথ গ্রহণের ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে দাবি করা হয় যে, পড়তে অসুবিধা হওয়ায় এক সতীর্থ বিধাককে তিনি শপথ পাঠ করতে বলেছিলেন।
২১ নভেম্বর, সংবাদ সংস্থা এএনআই-এর করা এক্স পোস্ট থেকে জানা যায়, বিহারের নবগঠিত মন্ত্রিসভায় শিক্ষা দফতরের দায়িত্ব পেয়েছেন সুনীল কুমার।
বিহার বিধান পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, এখান থেকে স্পষ্ট যে, বিভা দেবী বিহারের নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হননি। বিহারের নতুন শিক্ষামন্ত্রী সুনীল কুমার।
FAQ Section
১. ভিডিওতে যিনি তোতলাচ্ছেন, তিনি কি বিহারের শিক্ষামন্ত্রী?
না। তিনি জেডিইউ বিধায়িকা বিভা দেবী। শিক্ষামন্ত্রী নন।
২. বিহারের বর্তমান শিক্ষামন্ত্রী কে?
সুনীল কুমার। এটি ANI ও বিধান পরিষদের তথ্য অনুযায়ী নিশ্চিত।
৩. বিভা দেবী কেন শপথ নিতে তোতলালেন?
তিনি হিন্দিতে স্বচ্ছন্দ নন এবং শপথপত্র পড়তে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন।
৪. ভিডিওটি কি ভুল দাবি সহযোগে ভাইরাল করা হয়েছে?
হ্যাঁ। ভিডিওটির সঙ্গে ভুল পরিচয় জুড়ে ‘শিক্ষামন্ত্রী’ দাবি করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
৫. ভিডিওর আসল উৎস কোথায় পাওয়া গেছে?
Hindustan Times ও ANI-এর অফিসিয়াল প্ল্যাটফর্মে ভিডিওটির সম্পূর্ণ সংস্করণ পাওয়া যায়।
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025