Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় একটি কোলাজ ছবি ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, বিহারের দ্বারভাঙ্গায় রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটূক্তি করা ব্যক্তি আসলে বিজেপি সদস্য।
তদন্তে পাওয়া গেছে—এই দাবি ভুল এবং বিভ্রান্তিকর। ভাইরাল ছবির ব্যক্তি মধ্যপ্রদেশের বিজেপি কর্মী নেক মহম্মদ রিজভি হলেও, বিহারে মোদীকে কটূক্তি করা ব্যক্তি তিনি নন।
সোশ্যাল মিডিয়ায় দুটো ছবির একটি কোলাজ পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, বিহারের দ্বারভাঙ্গায়, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভোটার অধিকার যাত্রা’র (Voter Adhikar Yatra) সময়, যে ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) কটূক্তি করেছে, সে বিজেপির (BJP) সদস্য।
ফেসবুকে ছবির কোলাজটি পোস্ট করে অনেকেই অভিযোগ করেছে যে, রিজভি নামের যে ব্যক্তি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছে, সে আসলে বিজেপিরই সমর্থক। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভোটার অধিকার যাত্রা’কে (Voter Adhikar Yatra) ভয় পেয়ে, গেরুয়া শিবির পরিকল্পনায়, সে কাণ্ডটি ঘটিয়েছে।






সহজভাবে বললে—ভাইরাল ছবিতে থাকা ব্যক্তি (নেক মহম্মদ রিজভি) সত্যিই বিজেপির কর্মী। কিন্তু তিনি মধ্যপ্রদেশে থাকেন, বিহারের ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বিভ্রান্তি তৈরি করতে তাঁর ছবিকে ঘটনাস্থলের অভিযুক্ত কংগ্রেস কর্মীর সঙ্গে গুলিয়ে দেওয়া হয়েছে।
ভাইরাল দাবিটি ভুল। বিহারে রাহুল গান্ধীর কর্মসূচিতে মোদীকে কটূক্তি করা ব্যক্তি বিজেপি কর্মী নন। ভাইরাল ছবিতে থাকা মধ্যপ্রদেশের বিজেপি নেতা নেক মহম্মদ রিজভির কোনও যোগ নেই এই ঘটনার সঙ্গে।
FAQ Section
প্রশ্ন ১: ভাইরাল ছবির ব্যক্তি কে?
উত্তর: তিনি নেক মহম্মদ রিজভি, মধ্যপ্রদেশ বিজেপির কর্মী।
প্রশ্ন ২: বিহারে মোদীকে কটূক্তি কারা করেছিল?
উত্তর: দ্বারভাঙ্গার ভোপুরা গ্রামের এক কংগ্রেস কর্মী।
প্রশ্ন ৩: কেন বিভ্রান্তি ছড়াল?
উত্তর: নেক মহম্মদ রিজভির ছবি ব্যবহার করে ভুলভাবে তাঁকেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়।
প্রশ্ন ৪: ঘটনাটির পর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল?
উত্তর: আয়োজকরা প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন এবং পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রশ্ন ৫: এই ঘটনার শিক্ষা কী?
উত্তর: সোশ্যাল মিডিয়ায় দেখা প্রতিটি ছবি বা দাবি যাচাই না করলে বিভ্রান্তি ছড়াতে পারে।
Sources
Photos uploaded by Nek Mohammad Rizvi Facebook account
Article Published by Indian Express on 29th Aug 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025