Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদ ক্লিপ ছড়িয়ে বলা হচ্ছে যে, বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ (Bihar Assembly Election 2025)-এর আগে চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বা এলজেপি (LJP-R) এনডিএ জোট ছেড়ে দিয়েছে। দাবি করা হচ্ছে, এলজেপি-র ৩৮ জন বিধায়ক এনডিএ থেকে পদত্যাগ করেছেন।
চিরাগ পাসওয়ানের দল এনডিএ জোট ছাড়েনি। আসলে, এলজেপি-র ৩৮ জন নেতা স্থানীয় সাংসদ রাজেশ বর্মার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলীয় জেলা কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু তাঁরা বিধায়ক নন এবং এনডিএ জোট ছাড়ার বিষয়টি পুরোপুরি ভুয়ো।
বাংলা সংবাদমাধ্য়ম কলকাতা টিভি’র প্রতিবেদনের একটি ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হচ্ছে যে, ‘বিহারে বিধানসভা ভোটের (Bihar Assembly Election 2025) আগে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের থেকে সমর্থন তুলে নিল চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বা এলজেপি। তাদের ৩৮ জন বিধায়ক এনডিএ থেকে পদত্যাগ করেছে।’

এখানে স্থানীয় নেতাদের ইস্তফার খবরকে সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে “বিধায়কদের ইস্তফা” ও “এনডিএ ত্যাগ” বলে প্রচার করা হয়েছে। অথচ, বাস্তবে এলজেপি-র হাতে মাত্র একটি বিধায়ক আসন রয়েছে—তাই ৩৮ জন বিধায়ক ইস্তফা দেওয়া অসম্ভব দাবি।
ভাইরাল দাবিটি ভুয়ো। চিরাগ পাসওয়ান এনডিএ জোট ছাড়েননি এবং তাঁর ৩৮ জন বিধায়কও ইস্তফা দেননি। আসলে, খাগাড়িয়ার জেলা কমিটির কয়েকজন স্থানীয় নেতা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে ইস্তফা দিয়েছিলেন।
FAQ
প্রশ্ন ১: চিরাগ পাসওয়ান কি এনডিএ ছেড়েছেন?
না, তিনি স্পষ্ট জানিয়েছেন যে এনডিএ ছাড়ার কোনও পরিকল্পনা নেই।
প্রশ্ন ২: এলজেপি-র ৩৮ জন বিধায়ক কি সত্যিই ইস্তফা দিয়েছেন?
না, এলজেপি-র হাতে একটি মাত্র আসন রয়েছে। ইস্তফা দিয়েছেন জেলা কমিটির কয়েকজন নেতা, বিধায়ক নন।
প্রশ্ন ৩: আসল ঘটনার প্রেক্ষাপট কী?
খাগাড়িয়ার সাংসদ রাজেশ বর্মার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় জেলা নেতারা ইস্তফা দিয়েছিলেন।
প্রশ্ন ৪: তাহলে সোশ্যাল মিডিয়ায় দাবিটি কেন ছড়ালো?
স্থানীয় নেতাদের ইস্তফার খবরকে বিকৃত করে প্রচার করা হয়েছে, যাতে মনে হয় চিরাগ পাসওয়ান এনডিএ ছেড়েছেন।
Sources
Report by ANI
Report by Times Now
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025