Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: সিরিয়া ভূমিকম্পে সর্বস্ব হারানো নাবিল সায়ীদের সমস্ত দায়িত্ব নিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো
Fact: রোনাল্ডো বাচ্চাটির স্বপ্ন পূরণ করেছে তার সাথে দেখা করে, কিন্তু তার যাবতীয় দায়িত্ব নিয়েছেন রোনাল্ডো, এই দাবিটি ভুল
ফেসবুকে ভাইরাল দাবি সিরিয়া ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর সমস্ত দায়িত্ব নিলেন রোনাল্ডো। পর্তুগিজ তারকা ফুটবলার রোনাল্ডোর সাথে একটি বাচ্চা ছেলের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে বাচ্চাটির নাম নাবিল সায়ীদ, যে তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে সর্বস্ব হারিয়েছে। তার লেখাপড়ার ও বাকি যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
ফেসবুক পোস্ট ছাড়াও নিউজ১৮ বাংলা থেকেও এই খবরটি সম্প্রচারিত হয়েছে।
সিরিয়া ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর সমস্ত দায়িত্ব নিলেন রোনাল্ডো এই দাবিটি ভুল।
দাবিটির সত্যতা জানার জন্য আমরা গুগলে ‘Ronaldo meet Syrian kid’ কথাটি লিখে খোঁজার পর Al Jazeera English, Reuters ও Siasat এর রিপোর্ট পাই।
৫ই মার্চের আল জাজিরার ইউটিউব ভিডিওতে সিরিয়ার এই বাচ্চাটির ঘটনা দেখানো হয়েছে। সম্প্ৰতি তুরস্ক ও সিরিয়াতে যে বিধ্বংসী ভূমিকম্প হয় তাতে নাবিল তার বাবাকে হারায়। মাকে সম্বল করেই সে উদ্ধারকারীদের কাছে নিজের স্বপ্নের কথা বলে। তার ইচ্ছা সে একদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে দেখা করবে। প্রায়ই খেলোয়াড়কে সামনে থেকে দেখতে চায়।
Reuters এর ৬ই মার্চের রিপোর্টে আমরা একই ভিডিও পাই যা ফেসবুকে সিরিয়া ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর সমস্ত দায়িত্ব নিলেন রোনাল্ডো দাবি সমেত পোস্ট করা হয়েছে। সিরিয়া-তুরস্কের ভূমিকম্পের উদ্ধারকারীদের সাহায্যেই রোনাল্ডোর সাথে দেখা করে নাবিল। এমনকি সৌদির মারসুল পার্ক স্টেডিয়ামে আল-নাসের ও আল বাতিনের খেলাওতে আমন্ত্রিত ছিল নাবিল। স্বপ্নের খেলোয়াড়ের সাথে দেখা করার পর তাকে যখন তার অনুভূতি জিজ্ঞাসা করা হয় তখন সে জানায় আমি কোনোদিন আল্লাহের কাছের প্রার্থনা করিনি তাও আমার স্বপ্ন পূরণ হলো, রোনাল্ডো খুব ভালো মনের মানুষ। সে কোথাও জানায়নি যে রোনাল্ডো তার পড়াশোনা বা অন্যান্য দায়িত্ব নিয়েছে।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি সিরিয়া ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর সমস্ত দায়িত্ব নিলেন রোনাল্ডো আসলে ভুল। সিরিয়ার নাবিল রোনাল্ডোর সাথে দেখা করে নিজের স্বপ্ন পূরণ করেছে।
Our Sources
Al Jazeera English report published on 5th March 2023
Reuters report published on 6th March 2023
Siasat report published on 6th March 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
June 11, 2025
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025