Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক কিশোরকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। দাবি করা হচ্ছে, ঘটনাটি উত্তরপ্রদেশের এবং হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা চুরির অভিযোগে এক হিন্দু যুবককে নির্মমভাবে মারধর করছে।
ভিডিয়োটি উত্তরপ্রদেশের নয়। এটি ঘটেছে বিহারের কিষাণগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ থানার এলাকায়। স্থানীয় এক কিশোরকে চুরির অভিযোগে মারধর করা হলেও, ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক যোগ নেই। সকলে একই সম্প্রদায়ের।
এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, সেটি উত্তরপ্রদেশের ভিডিয়ো এবং সেখানে চোর সন্দেহে এক হিন্দু যুবককে নির্মম ভাবে মারধর করেছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।


ভিডিওটি পোস্ট হওয়ার পর কিষাণগঞ্জ পুলিশ এক্স হ্যান্ডেলে রিপ্লাই দিয়ে জানায়, ঘটনাটি বাহাদুরগঞ্জ থানা এলাকায় ঘটেছে। মামলা নথিভুক্ত হয়েছে (কেস নম্বর 369/25) এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফআইআরে উল্লেখ রয়েছে, প্রায় ১০-১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাদের মধ্যে মোজাম, টাকি ও মহম্মদ ইজহার আসরাফের নাম রয়েছে। অভিযোগে বলা হয়, কিশোরের নামে মিথ্যে চুরির অপবাদ দিয়ে, অভিযুক্তরা সারানদা গ্রামের একটি জনমানসহীন স্থানে তাকে তুলে নিয়ে যায়। তাকে ধর্ষণ করে এবং এরপর একটি লাইট পোস্টের সঙ্গে বেঁধে মারধর কর। কিশোরের মাথা-সহ সারা শরীরে লাঠি দিয়ে আঘাত করা হয়।

বাহাদুরগঞ্জ থানার অফিসার সন্দীপ Newschecker-কে জানান- ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। তিনি স্পষ্ট করেন যে, ঘটনাটির সঙ্গে কোনও জাতিগত বা সাম্প্রদায়িক বিদ্বেষের যোগ নেই। নির্যাতিত কিশোর ও অভিযুক্তরা একই সম্প্রদায়ের।
ভাইরাল ভিডিয়োটি বিভ্রান্তিকর। এটি উত্তরপ্রদেশের নয়, বিহারের কিষাণগঞ্জ জেলার ঘটনা। নির্যাতিত কিশোর ও অভিযুক্তরা একই সম্প্রদায়ের।
FAQ Section
Q1. ভাইরাল ভিডিওটি কি উত্তরপ্রদেশের?
না। এটি বিহারের কিষাণগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ থানার এলাকায় ঘটেছে।
Q2. ভিডিওতে কাকে মারধর করা হয়েছে?
নুর আলমের ছেলে মাসুম রাজা নামে স্থানীয় এক ১৮ বছরের কিশোরকে।
Q3. অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
হ্যাঁ। এফআইআর দায়ের করা হয়েছে (কেস নম্বর 369/25) এবং পুলিশ তদন্ত করছে।
Q4. ঘটনার সঙ্গে কি কোনো সাম্প্রদায়িক যোগ রয়েছে?
না। ভুক্তভোগী ও অভিযুক্তরা একই সম্প্রদায়ের। পুলিশের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, এটি সম্পূর্ণ অপরাধমূলক ঘটনা।
Q5. ভিডিওটি কেন বিভ্রান্তিকর ভাবে ভাইরাল হলো?
পুরনো ভিডিওটিকে উত্তরপ্রদেশ ও সাম্প্রদায়িক সহিংসতার দাবি দিয়ে ছড়ানো হয়েছে, যা ভুল।
Sources
Report- Dainik Bhaskar
Kishanganj Police X post
Telephonic Conversation With SHO Bahadurganj PS
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025