Crime
Pahalgam Terrorist Attack: মৃতদেহের সামনে বসে থাকা শিশুর মর্মান্তিক ভিডিয়োটি পুরনো, পহেলগামে জঙ্গি হানার নয়
Claim
একটি শিশুকে, একটি মৃতদেহের উপর বসে থাকতে এবং পরের ক্লিপে সেই শিশুটিকে চলন্ত গাড়িতে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, সেটি পহেলগাম সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত।
Fact
জঙ্গি হামলায় নিহত আত্মীয়ের কাছে বসে থাকা শিশুর ভিডিয়োটি ২০২০ সালের এবং সোপোর জঙ্গিহানার। সাম্প্রতিক পহেলগাম হামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা (এলইটি)-র শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর হামলায়, মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসারান ভ্যালি (Pahalgam Terrorist Attack)। সেই নৃশংস সন্ত্রাসী হানায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই সন্ত্রাসী হানা ঘিরে একদিকে সোশ্যাল মিডিয়ায় যখন ক্ষোভের আগুন জ্বলছে, তার পাশাপাশি ছড়াচ্ছে বহু ভুয়ো তথ্য।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মর্মান্তিক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, একটি শিশুকে, একটি মৃতদেহের উপর বসে থাকতে এবং পরের ক্লিপে সেই শিশুটিকে চলন্ত গাড়িতে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, সেটি পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Terrorist Attack) সঙ্গে যুক্ত। নেটমাধ্যমে লেখা হয়েছে, “TRF ( The Resistance force ) যেটা কিনা লস্কর-এ-তাইবার শাখা তারা কাশ্মীরে পহেলগাঁয়ের হামলার দায় নিয়েছে। এদিকে বাঙ্গু মোল্লা বা ভারতের সেকু মেকু বাম এরা বিজেপির চাল, নির্বাচনের কারণে হচ্ছে ইত্যাদি বলে ন্যাকা সাজছে। ভাতের কারণে ওরা খু/ন হয় নাই, জাতের কারণে হয়েছে। স্পষ্ট করে সেইটা না বলতে পারলে, মুখটা বন্ধ করে রাখ শালারা।”

কেউ কেউ লিখেছেন, “এই বাচ্চাটার একমাত্র দোষ হলো যে সে একজন হিন্দু তাই সে কা ফে র!তাই সে তার বাবাকে হারিয়েছে…কাশ্মীরে জঙ্গি হামলায় তার বাবাকে মেরে ফেলা হয়েছে……”

Fact Check/ Verification
সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যায় যে, একাধিক ব্যবহারকারী ভাইরাল ভিডিয়োটিকে জম্মু-কাশ্মীরের সোপোরে হওয়া পুরনো একটি জঙ্গি হামলার ঘটনার সাথে সম্পর্কিত বলে দাবি করেছেন।
সেই ধরে ইন্টারনটে কিওয়ার্ড সার্চ করলে, ২০২০ সালের পয়লা জুলাই, ইন্ডিয়া টুডে-র একটি ভিডিয়ো প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যেখানে একই রকম পোশাক পরা একটি শিশুর ছবি ছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, “জম্মু ও কাশ্মীরের সোপোরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দাদু। পাশে বসে থাকা তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।“

১ জুলাই, ২০২০ তারিখে সংবাদ সংস্থা এএনআই ভাইরাল হওয়া ভিডিয়োর আরও একটি ক্লিপ পোস্ট করেছিল। যেখানে গাড়ির ভিতরে শিশুটিকে কাঁদতে দেখা যায়। ফলে এটা নিশ্চিত করে বলা যায় যে সোপোরে সন্ত্রাসী হামলার সময় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল।

১ জুলাই, ২০২০ তারিখ প্রকাশিত, দ্য হিন্দুর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, “উত্তর কাশ্মীরের সোপোরে একটি মসজিদ থেকে জঙ্গিরা আক্রমণ শুরু করলে একজন সিআরপিএফ জওয়ান এবং একজন সাধারণ নাগরিক নিহত হন এবং তিনজন সেনা আহত হন… সিআরপিএফ-এর একজন মুখপাত্র দ্য হিন্দুকে বলেন যে মসজিদের ছাদে লুকিয়ে থাকা জঙ্গিরা সকাল সাড়ে ৭টা নাগাদ সিআরপিএফের ১৭৯ ব্যাটালিয়নের উপর গুলি চালায়”। প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে শ্রীনগরের এইচএমটি এলাকার বাসিন্দা বশির আহমেদ খান নামে একজন সাধারণ নাগরিকের, ঘটনাস্থলের কাছে মৃত্যু হয়েছিল। তিন বছরের নাতির সঙ্গে তিনি একটি গাড়িতে ছিলেন। মৃত্যুর জন্য মৃতের পরিবার নিরাপত্তা বাহিনীকে দায়ি করেছিল। নিহত বশির আহমেদ খানের মেয়ে অভিযোগ করেছিলেন, “আমার বাবাকে গাড়ি থেকে নামিয়ে নিরাপত্তারক্ষীরা গুলি করে হত্যা করেছে।”

কাশ্মীর জোনের তৎকালীন ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার অবশ্য এই অভিযোগগুলো অস্বীকার করেছিলেন এবং জানিয়েছিলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ছেলে এবং মেয়ে জঙ্গিদের হুমকির মুখে পড়ে এই অভিযোগগুলি করেছে। যদি কোনও প্রত্যক্ষদর্শী থাকে, তাহলে তাদের এগিয়ে আসতে দিন।” গোটা ঘটনার আরও রিপোর্ট পড়া যাবে এই , এই এবং এই প্রতিবেদনে।
Conclusion
এখান থেকে স্পষ্ট যে, জঙ্গি হামলায় নিহত আত্মীয়ের কাছে বসে থাকা শিশুর ভিডিয়োটি ২০২০ সালের, সোপোর জঙ্গি হানার এবং নিহত ব্যক্তি মুসলমান। সাম্প্রতিক পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
Sources
YouTube Video By India Today, Dated July 1, 2020
YouTube Video By ANI, Dated July 1, 2020
Report By The Hindu, Dated July 1, 2020
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z