Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৩ জানুয়ারি, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একই ধরনের একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। সেই পোস্টে, পশ্চিমবঙ্গে কয়েকজন সাধুকে মারধরের অভিযোগ করেছিলেন তিনি। একই সঙ্গে জানতে চেয়েছিলেন যে, অভিযুক্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ নিয়েছিলেন।
একই সময়, একই ছবি-সহ, India.com ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময়, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় তিনজন সাধুকে মারধরের ঘটনা ঘটেছিল। অভিযোগ অপহরণকারী সন্দেহে, স্থানীয়রা ওই সাধুদের মারধর করেছিল। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য সরকারকে আক্রমণ করেছিল বিজেপি।

বাংলা সংবাদমাধ্যম Sangbad Pratidin ও Ananda Bazar-এর প্রতিবেদন থেকে জানা যায় যে, উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা তিন সাধু একটি গাড়ি ভাড়া করে গঙ্গাসাগরের উদ্দেশে যাচ্ছিলেন। পুরুলিয়ার কাশীপুরে সাধুরা স্থানীয় এলাকায় ভিক্ষা করে খাবার জোগাড়ের চেষ্টা করলেছিলেন। তখনই এলাকায় গুজব ছড়িয়ে গিয়েছিল যে, তাঁরা নাবালিকা অপহরণের চেষ্টা করেছেন। গুজব ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই তিন সাধুর উপর চড়াও হয়েছিল। গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল কাশীপুর থানায় নিয়ে যায় পুলিশ এবং তাঁদের উদ্ধার করেছিল।
সেই সময় পুরুলিয়া জেলা পুলিশের তরফে এক্স পোস্ট করেও, ঘনাটি জানানো হয়েছিল।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো।
Sources
X post by Amit Malviya, dated January 13, 2024
Report by India.com, dated January 13, 2024
Report by Sangbad Pratidin, dated January 13, 2024
Report by Ananda Bazar, dated January 13, 2024
X post by Purulia Police, dated January 13, 2024
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 15, 2025
Tanujit Das
November 14, 2025