Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, আফরোজ ও ইমরান নামের দুই মুসলিম দুষ্কৃতী আয়েশা নামে এক হিন্দু মেয়েকে অপহরণের চেষ্টা করছিল। সেখানে একজন হিন্দু যুবক হর্ষবর্ধন জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটিকে রক্ষা করেন।
ভিডিওটি আসলে শ্রীলঙ্কার ক্যান্ডি জেলার দৌলাগালা এলাকার, যেখানে একজন স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। মেয়েটিকে উদ্ধারে যে যুবককে দেখা যায়, তাঁর নাম হর্ষবর্ধন নয়—মহম্মদ ইজাদিন আরশাদ আহমেদ।
অপহরণের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, আফরোজ ও ইমরান নামের দুই দুষ্কৃতী আয়েশা নামে একটি মেয়েকে অপহরণের চেষ্টা করছিল। হর্ষবর্ধন নামে এক হিন্দু যুবত জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটিকে রক্ষা করেছিল।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১২ জানুয়ারি, ২০২৫ তারিখ- শ্রীলঙ্কার সংবাদমাধ্যম News Wire-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োর সঙ্গে দাবি করা হয়েছিল যে, শ্রীলঙ্কার ক্যান্ডির দৌলাগালায় একজন স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। অভিযুক্ত সম্পর্কে মেয়েটির ভাই ছিল।
সেই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায়, Asian Mirror, Ada Derana-র মতো একাধিক শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানা যায় যে, ১৩ জানুয়ারি ছাত্রীটিকে উদ্ধার করেছিল পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করেছিল। অপহরণের সময় যে যুবকটিকে বাধা দিতে দেখা যায়, তার নাম ছিল- মহম্মদ ইজাদিন আরশাদ আহমেদ। জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে মেয়েটিকে অপহরণ করা হয়েছিল। প্রথমে মেয়েটির সঙ্গে অভিযুক্তের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে মেয়েটির বাবা বিয়েতে মত দেয়নি।
আরও এক শ্রীলঙ্কার সংবাদমাধ্যম News Wire-এর ফেসবুক পোস্ট থেকে মহম্মদ ইজাদিন আরশাদ আহমেদের ছবি পাওয়া যায় এবং জানা যায় যে, শ্রীলঙ্কার পুলিশও মহম্মদ ইজাদিন আরশাদ আহমেদের সাহসিকতার প্রশংসা করেছে।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি শ্রীলঙ্কার একটি অপহরণের ঘটনার এবং অপহরণের সময় যে যুবকটিকে বাধা দিতে দেখা যায়, তার নাম হর্ষবর্ধন নয়, বরং মহম্মদ ইজাদিন আরশাদ আহমেদ।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিয়োটি কি ভারতের ঘটনা?
না, এটি শ্রীলঙ্কার ক্যান্ডি জেলার দৌলাগালা এলাকার ঘটনা।
প্রশ্ন ২: ভাইরাল পোস্টে কী দাবি করা হয়েছিল?
দাবি করা হয়, আফরোজ ও ইমরান নামে দুজন মুসলিম যুবক এক হিন্দু মেয়েকে অপহরণ করছিল এবং হর্ষবর্ধন নামে হিন্দু যুবক তাকে রক্ষা করে।
প্রশ্ন ৩: আসল ঘটনার সত্যতা কী?
ভিডিওটি শ্রীলঙ্কার, যেখানে এক স্কুলছাত্রীকে তার ভাই অপহরণের চেষ্টা করে এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে।
প্রশ্ন ৪: উদ্ধারে সাহায্যকারী যুবকের নাম কী?
তাঁর নাম মহম্মদ ইজাদিন আরশাদ আহমেদ, হর্ষবর্ধন নয়।
প্রশ্ন ৫: পুলিশ কী ব্যবস্থা নিয়েছিল?
শ্রীলঙ্কার পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
Sources
X post by News Wire
Repost by Asian Mirror
Repost by Ada Derana
Facebook post by News Wire
Tanujit Das
September 22, 2025
Tanujit Das
August 29, 2025
Tanujit Das
August 15, 2025