Claim
এক সরকারি কর্মচারি, বাংলাদেশের (Bangladesh) জামাত নেতার কথা মতো ফাইলে সই না করায়, তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ। নৃশংস ও অমানবিক সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই সরকারি কর্মচারির মৃতদেহ টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে।

Fact
ভাইরাল ভিডিয়োটির একটিকি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ১২ অগাস্ট, NEWS9 Live-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যেখানে ভিডিয়োটিকে বিহারের একটি হাসপাতালের বলে দাবি করা হয়েছিল।
এই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় কি-ওয়ার্ড সার্চ করলে, ১৩ অগাস্ট, NDTV–র ওয়েবসাইটে প্রকাশিত, এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় যে, বিহারের পশ্চিম চম্পারণ জেলার একটি সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। সেখানে একজন মৃত ব্যক্তির নগ্ন দেহ, টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে দেখা গিয়েছে দু’জনকে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে জেলা শাসক ধর্মেন্দ্র কুমার জানান যে, ময়নাতদন্তের জন্য দেহটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ভিডিয়োটে যাদের, ওই অমানবিক কাজটি করতে দেখা যাচ্ছে, তাদের একজন ময়নাতদন্ত বিভাগের কর্মী। তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। অন্যজন পুলিশ কর্মী। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যান্য প্রথম শ্রেণির সংবাদমাধ্যম যেমন- Navbharat Times, Amar Ujala, ABP News-সহ আরও অনেকে খবরটি একই ছবি বা ভিডিয়ো-সহ প্রকাশ করেছে।
এছাড়া, ১৪ অগাস্ট, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংয়ের যে ফ্যাক্ট চেক বিভাগ রয়েছে, তাদের তরফেও জানান হয়েছে যে, ভাইরাল ভিডিয়োটি বিহারের, বাংলাদেশের নয়।
অতএব, মৃতদেহ টানতে টানতে সিঁড়ি দিয়ে তোলার ভিডিয়োটি বাংলাদেশের নয়, বরং বিহারের।
Sources
Video by NEWS9 Live, dated August 12, 2025
Report by NDTV, dated August 13, 2025
Report by Navbharat Times, dated August 13, 2025
Report by Amar Ujala, dated August 13, 2025
Report by ABP News, dated August 13, 2025
Post by CA Press Wing Facts, dated August 14, 2025