Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
যোগী আদিত্যনাথের শাসনে থাকা উত্তরপ্রদেশে, পুলিশের মহিলা এসআই-কে প্রকাশ্যে গুলি।

ভাইরাল ভিডিয়োর উপর ‘ajaygupta6520’ লেখা একটি ইনস্টাগ্রাম আইডি-র ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে খোঁজ করলে দেখা যায়, ৩০ অক্টোবর, একই ভিডিয়ো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে, ‘#behind the scene’, ‘#BTS’, ‘#shooting’ এবং ভিডিয়োতে অভিনয়ের নির্দেশ দেওয়ার শব্দও শুনতে পাওয়া যায়। এখান থেকে অনেকটা স্পষ্ট হয় যে, ভিডিয়োটি সত্যি ঘটনা নয়, কোনও শুটিংয়ের দৃশ্য হতে পারে।
তদন্তে আরও উঠে আসে যে, পয়লা অগস্ট, Ajay Gupta Vlog নামের একটি ইউটিউব চ্যানেলও একই ভিডিয়ো আপলোড করা হয়। যার শিরোনাম ছিল, ‘action scene shooting time#cirme petrol#india’।
তদন্ত আরও এগোলে দেখা যায় যে, ২৩ সেপ্টেম্বর, Nova Crime Thrillers নামের একটি ইউটিউব চ্যানেলে, ক্রাইম পেট্রোলের পোস্ট করা এপিশোডে একই ক্লিপ রয়েছে।
এখান থেকে স্পষ্ট হয় যে, উত্তরপ্রদেশে মহিলা পুলিশকে প্রকাশ্যে গুলির দাবিতে ভাইরাল ভিডিয়োটি আসল একটি সিরিয়ালের শুটিংয়ের ভিডিয়ো।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিওটি কোথা থেকে এসেছে?
উত্তর: ভিডিওটি ইনস্টাগ্রামে ajaygupta6520 আইডি থেকে পোস্ট করা হয়েছিল, যেখানে স্পষ্টভাবে ‘#shooting’ লেখা ছিল।
প্রশ্ন ২: এটি কি সত্যিই উত্তরপ্রদেশে ঘটেছিল?
উত্তর: না। এটি উত্তরপ্রদেশের কোনও বাস্তব ঘটনার নয়; ক্রাইম পেট্রোল নামের ধারাবাহিকের একটি দৃশ্য।
প্রশ্ন ৩: ভিডিওতে থাকা ব্যক্তিরা কি আসল পুলিশ?
উত্তর: না, তারা অভিনেতা ও ক্রু মেম্বার। ভিডিওটি টিভি সিরিজের সেটে শ্যুট করা হয়েছিল।
প্রশ্ন ৪: কীভাবে বোঝা যায় এটি শুটিংয়ের ভিডিও?
উত্তর: ভিডিওর ক্যাপশনে ‘#BTS’ ও ‘#behindthescene’ লেখা রয়েছে, এবং সেখানে পরিচালকের নির্দেশের শব্দও শোনা যায়।
Sources
Video posted by Ajay Gupta Vlog
Video posted by Nova Crime Thrillers
Tanujit Das
December 4, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025