কিছুদিন আগে দিলীপ ঘোষের করোনাতে আক্রান্ত হওয়ার খবর সর্বত্র প্রচার হতে শুরু করে। এর জানা যায় ওনার শারীরিক অবস্থার আগের থেকে অবনতি হয়েছে। এই আবহে ভাইরাল হয়েছে ওনার একটি ছবি যেখানে ওনাকে হাসপাতালের পোষাক পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং পাশে দাঁড়ানো কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়। ভাইরাল এই ছবির সাথে দাবি করা হয়েছে আজ যখন দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হয়েছেন তাকে দেখতে দেওয়া হচ্ছে এবং যারা গেছে তাদের কারোরই মুখে মাস্ক নেই। করোনার নাটক করে উনি নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন।

Fact check / Verification
দিলীপ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে যে হাসপাতালের বিছানায় শুয়ে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের সাথে সাক্ষাতের যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৮ সালের ছবি। ছবির রিভার্স ইমেজ সার্চ করার পর জানা যায় এই ছবিটি দিলীপ ঘোষের ২০১৮ সালের অস্ত্র প্রচারের ছবি। ২০১৮ সালে সরস্বতী পুজোর দিন নিজের বাড়িতে পুজো চলাকালীন উনি কোমরে ব্যথা এবং পায়ে অসারতা অনুভব করেন। স্থানীয় চিকিৎসকের দ্বারা ওনার চিকিৎসা শুরু হলেও তাকে সল্টলেকের আমরিতে স্থানান্তরিত করানো হয় এবং অস্ত্রপ্রচার শুরু হয়।
কীওয়ার্ড সার্চের দ্বারা কলকাতা 24×7 এবং ইউটুবের বাংলা বিজেপির পেজ থেকে ২০১৮ সালের একটি ভিডিও পাই যেখানে দিলীপ ঘোষ আসন্ন উপনির্বাচনের আগে দল ও দলের কর্মীবৃন্দদের উদ্দেশ্যে একটা বার্তা রেকর্ড করেন। সেখানে তিনি বলছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি দলের কাজে যোগদান করতে পারছেন না।


Conclusion
দিলীপ ঘোষের করোনা হওয়ার পর বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে ওনার ২০১৮ সালের ছবি। শিরদাঁড়াতে অস্ত্রপ্রচারের ছবি বর্তমানে দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হওয়ার পরেও তার সাথে বিনা মাস্কে দেখা করতে দেওয়া হলো দলের অন্য মন্ত্রীদের এই দাবির সাথে ভাইরাল হয়েছে।
Result: Misleading
Our sources
Kolkata 24×7 – https://www.kolkata24x7.com/dilip-ghosh-can-get-out-of-hospital-today/
Bengal BJP YouTube video – https://www.youtube.com/watch?v=d1KR1cg6krY
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।