Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“পাকিস্তানের সীমান্ত দিয়ে জঙ্গিরা ভারতে ঢুকেছে তো কী হয়েছে?”, সংসদে এমনই বক্তৃতা রাখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah, Home Minister of India)।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২৯ জুলাই, Amit Shah-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলের, লাইভ সেকশনে একই ধরনের একটি রয়েছে। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আলোচনার সময় ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “HM Shri Amit Shah at Special Discussion on Operation Sindoor in Lok Sabha, New Delhi (29 July 2025)”। ভাইরাল ভিডিয়োতে অমিত শাহকে (Amit Shah) যে পোশাক পরে দেখা যায়, ওই ভিডিয়োতেও তিনি একই পোশাকে রয়েছেন।
১ ঘণ্টা ১৫ মিনিটের ওই ভিডিয়োর একদম শেষের দিকে অর্থাৎ ১ ঘণ্টা ১২ মিনিটে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, “আপনারা তো পাকিস্তান অনেকবার গিয়েছেন, কখনও সীমান্তে গিয়েছেন? আবার বলছি পাকিস্তান তো অনেকবার গিয়েছেন, কখনও সীমান্তে গিয়েছেন? আপনারা সীমান্ত দিয়ে পাকিস্তান গিয়েছেন। আমাদের জওয়ানরা কতটা কষ্ট করে তবে শুনুন, মাইনাস ৪৩ ডিগ্রিতে পাহাড়-নদীতে থেকে দেশকে নিরাপত্তা দেয়। কেউ ঢুকে পড়লেই বা কী হবে? কেউ ঢুকে পড়লেও বাঁচতে পারবে না। আমরা হয় তাকে গ্রেফতার করব, নাহলে এনকাউন্টার তার মৃত্যু হবে। কেউ বাঁচতে পারবে না।”
একই দিনে Sansad TV-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah, Home Minister of India) একই বক্তব্যের ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
এখান থেকে স্পষ্ট যে, অমিত শাহের (Amit Shah, Home Minister of India) ভাইরাল বক্তব্যটি বিভ্রান্তিকর। সম্পূর্ণ বক্তব্যের একটা অংশ, ভুল ব্যাখ্যা-সহ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
Sources
Youtube video posted by Amit Shah, dated July 29, 2025
Tanujit Das
November 22, 2025
JP Tripathi
November 21, 2025
Tanujit Das
September 6, 2025