Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
“মুসলিম ভোট চাই না”, বললেন রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্য (West Bengal BJP President Samik Bhattacharya)।
ভাইরাল ভিডিয়োটি এডিটেড। শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) আসল বক্তব্যটিকে এডিট করে, বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছ।
রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যের (West Bengal BJP President Samik Bhattacharya) একটি সাক্ষাৎকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমিও কালকে সেই কথাই বলেছি। যদি মুসলমানরা ভাবেন যে তাঁদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তাঁরা ভুল ভাবছেন। দেবেন না আমাদের ভোট। দরকার নেই। তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।”
ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, সংখ্যালঘু-বিরোধী বক্তব্য রেখেছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

ভাইরাল ভিডিয়োতে টিভি নাইন বাংলার বুম দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে ওই সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেল সার্চ করলে, শমীক ভট্টাচার্যের সম্পূর্ণ একান্ত সাক্ষাৎকারটি দেখতে পাওয়া যায়। গত ৫ জুলাই, 2025, সাক্ষাৎকারটি TV9 Bangla-র ইউটিউবে পোস্ট করা হয়।
ওই ভিডিয়োর ১১ মিনিট সাত সেকেন্ডে TV9 বাংলার সাংবাদিক শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) প্রশ্ন করেন, “সভাপতি বলছেন হিন্দু-মুসলিম দুইয়ের ভোট। কিন্তু বিরোধী দলনেতা বলছেন শুধু হিন্দু ভোট। এটা কি কোনও কৌশল?”
উত্তরে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, “শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমিও কালকে সেই কথাই বলেছি। শব্দচয়ন ও শরীরী ভাষা একান্তই বক্তার ব্য়ক্তিগত। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেট হতে বলছেন। যদি মুসলমানরা ভাবেন যে তাঁদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তাঁরা ভুল ভাবছেন। দেবেন না আমাদের ভোট। দরকার নেই। তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। তাঁদের ভোট বাদ দিয়েই আসবে। সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলছেন। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ যোগ করে দিয়েছি। আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখুন। আজ থেকে ১৪ বছর আগে কোথায় ছিলেন, এখন কোথায় এসে দাঁড়িয়েছেন। আপনারা দেখুন গুজরাটের মুসলিমরা এখন কী অবস্থায় রয়েছে। তাঁদের আর্থ-সামাজিক পরিস্থিতি, আর আপনার পরিস্থিতি। আপনারা ছেলে-মেয়েদের মানুষ করছেন কীসের জন্য? ভবিষ্যতে পাথর ছুঁড়বে? তরোয়াল নিয়ে অন্যের বাড়ি আক্রমণ করবে? অন্যের স্ত্রীর মর্যাদাহানি করবে? এটা কোনও জনগোষ্ঠীর লক্ষ্য হতে পারে? আপনারা ভাবুন যে গত তিন বছরে পশ্চিমবঙ্গে যে কতা রাজনৈতিক খুন হয়েছে। তারমধ্যে কেন সবচেয়ে বেশি সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা পরিস্থিতি তৈরি করেছেন? বিজেপি তো করেনি। কোনও মুসলিম পরিবার বলেছে, বিজেপির হাতে খুন হয়েছি। কিন্তু বিজেপির পতাকা নেওয়া অপরাধে ২০১৪ সালে আমাদের ৬ জন সংখ্যালঘুকে খুন করা হয়েছে। বারাসতের মহম্মদ আলিকে প্রকাশ্যে পিটিয়ে খুন করেছে। মুসলমান বিজেপি করতে পারবে না! কোনও সমাজ এই অধিকারটা কাড়তে পারে না। আমাদের লড়াই হচ্ছে একটা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিসিমের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি পোড়ানো হয়েছে, সেখানে কিন্তু আবুল বাসারের লেখা ‘ফুলবউ’ বইটাও ছিল। তাতেও আগুন লেগেছে। ওখানে নজরুল, সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলি, এস ওয়াজিদ আলির বই ছিল। তাতেও আগুন লেগেছে। হিন্দু-মুসলমান বাছেনি।”
তিনি আরও যোগ করেন, “শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটাকে অন্যভাবে উপস্থাপনা করা হয়েছে।”
গত ৩ জুলাই, রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শমীক ভট্টাচার্য (West Bengal BJP President Samik Bhattacharya)। এরপর থেকে বিজেপির প্রথাগত হিন্দুত্বের লাইন থেকে সরে, একটু অন্য পথে হাঁটেন তিনি। গত ৩ জুলাই, Uttarbanga Sambad-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, “কিন্তু এদিন কিছুটা অন্যসুরেই কথা বলতে দেখা গেছে শমীককে। তাঁর কথায়, ‘আমরা সংখ্যালঘু বিরোধী নই, কারণ, বাংলায় সংখ্যালঘুরাও আক্রান্ত। আমরা চাই উল্টোরথ এবং মহরমের শোভাযাত্রা একসঙ্গে হোক।’ সংখ্যালঘুদের উদ্দেশে শমীক এও বলেন, ‘মুসলমান মানেই কি সমাজবিরোধী? যারা আমাদের অচ্ছুত মনে করেন, তাঁদের বলব, আমাদের ভোট দিতে না চাইলে নাই দেবেন, কিন্তু আয়নার সামনে দাঁড়ান। দেখতে পাবেন, বাংলায় সব চেয়ে বেশি খুন হয়েছে মুসলমানরাই। কাদের জন্য এটা হল? তাঁদের বিদায় জানাবেন না?’”
এখানেই শেষ নয়, সভাপতি হিসেবে প্রথম সাংবাদিক সম্মলন হোক কিংবা বিজেপির সভামঞ্চ, বারবার হিন্দু ভোটের সঙ্গে সঙ্গে মুসলমানদেরও কাছে টানার বার্তা দিতে শোনা গিয়েছে রাজ্য বিজেপির নতুন ক্যাপ্টেনকে।
সমস্ত তথ্য-প্রমাণ থেকে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি এডিটেড। শমীক ভট্টাচার্যের আসল বক্তব্যটিকে এডিট করে, বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছ।
Sources
Video by TV9 Bangla, dated July 5, 2025
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025