Fact Check
Fact Check: শুভেন্দু অধিকারীর মুখে “বিজেপি হটাও, দেশ বাঁচাও” স্লোগান! ভিডিয়োটি সত্যি নয়, সম্পাদিত

Claim
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন, “বিজেপি হটাও, দেশ বাঁচাও”।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ২৩ এপ্রিল, একই ভিডিয়ো, Zee 24 Ghanta-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “বিমানবন্দরে ফিরল নিথর পর্যটকের দেহ, তুমুল স্লোগানিং শুভেন্দুর!”
তবে ওই ভিডিয়োতে রাজ্যের বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি নেতাদের স্লোগান দিতে শোনা যায়, “হিন্দু শহিদ অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ। জেহাদি হটাও, দেশ বাঁচাও।”
একই দিনে শুভেন্দু অধিকারীর অফিসিয়াল ফেসবুক পেজেও, একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
উপরিউক্ত কোনও ভিডিয়োতেই শুভেন্দু অধিকারীকে “বিজেপি হটাও, দেশ বাঁচাও” স্লোগান দিতে শোনা যায়নি।
এমনকী সোশ্যাল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করেও,শুভেন্দু অধিকারীর বিজেপি-বিরোধী স্লোগান দেওয়া সংক্রান্ত কোনও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি আসল নয়, সম্পাদিত।
Sources
Video by Zee 24 Ghanta, dated April 23, 2025