Authors
Claim
গণশক্তি সংবাদপত্রের শিরোনাম – ‘বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলার ইসলামের ভবিষ্যৎ’
Fact
পঞ্চায়েত ভোটের আবহে গণশক্তি সংবাদপত্রের সম্পাদিত ছবি ভাইরাল হয়েছে। কিছুদিন আগেও আমরা গণশক্তিরই এমনই সম্পাদিত সংবাদপত্রের সত্যতা যাচাই করেছিলাম।
ভাইরাল গণশক্তির প্রথম পৃষ্ঠার ছবিতে সিপিআই(এম) ও আইএসএফের মধ্যে লুকোনো সম্পর্কের দিকে যে ইঙ্গিত করা হয়েছে তা সত্যিই সংবাদপত্রে ছাপা হয়েছিল কিনার জানার জন্য গুগলে কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান শুরু করি।
২৯শে জুনের গণশক্তির প্রকাশিত সংবাদপত্রটি পাই যেখানে লেখা রয়েছে ‘বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলার ভবিষ্যৎ, সেলিম’। পঞ্চায়েত নির্বাচনের আগে কলকাতার প্রেস ক্লাবের বৈঠকে সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক মোহম্মদ সেলিম বিরোধী তৃণমূলকে উদ্দেশ্যে করে বলেছেন বাংলায় বামপন্থার ক্রমে অগ্রসর দেখে ভীত রাজ্যসরকার। তারা জানে গ্রাম বাংলার বহু মানুষ তৃণমূলের হাত ছেড়ে লাল ঝান্ডা তুলে নিচ্ছে। আতংকিত তৃণমূল ও বিজেপি তাই সিপিআই(এম) এর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এখানেও কোথাও বামপন্থার পুনরুত্থানেই নিহিত বাংলার ইসলামের ভবিষ্যৎ কথাটি লেখা নেই।
অর্থাৎ গণশক্তির যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত।
৩০শে জুন গণশক্তির পক্ষ থেকেই এই সম্পাদিত খবরের পৃষ্ঠার ছবি ও আসল ছবি দিয়ে একটি রিপোর্ট বের করা হয়েছে – ‘ফের গণশক্তির শিরোনাম বিকৃত করে পোস্টার’
Result: Altered Image
Our Sources
Ganasakti report. 29 June 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।