Authors
Claim: বিরাট কোহলি মোবাইলে রাহুল গান্ধী-র প্রেস কনফারেন্স দেখছেন।
Fact: বিরাট কোহলি ফোনে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দেখছেন, এই ছবিটি সম্পাদিত বা এডিটেড।
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে যে, তিনি মোবাইলের দিকে তাকিয়ে আছেন এবং ফোনের স্ক্রিনে রাহুল গান্ধীর ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দেখছিলেন বিরাট কোহলি। ফেসবুকে লেখা হয়েছে, “বিরাট কোহলি মোবাইলে রাহুল গান্ধী-র প্রেস কনফারেন্স দেখছেন এমনই এক ছবি ভাইরাল গোটা নেট দুনিয়ায়।”
Fact Check/ Verification
দাবিটি যাচাই করার জন্য, আমরা গুগল রিভার্স ইমেজ সার্চের সাহায্য নিই। ২১ মার্চ @Blunt IndianGal নামে একজন এক্স ব্যবহারকারী একই ধরনের একটি ছবি পোস্ট করেছিল। পোস্টে বিরাট কোহলির অনুরূপ একটি ছবি শেয়ার করা হয়েছে, যার ক্যাপশনে ইংরেজিতে লেখা, “কোহলি তার ফোনে যা স্ক্রোল করছেন সেটা আপনি কি ডিকোড করতে পারবেন…”।
ভাইরাল ছবি এবং @Blunt IndianGal-এর পোস্ট করা ছবির তুলনা করে, আমরা বুঝতেই পারি যে ভাইরাল ছবিটি সম্পাদিত। মোবাইলের স্ক্রিনে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের ছবিটি আলাদাভাবে যুক্ত করা হয়েছে।
গত ২১ মার্চ একই ছবি পোস্ট করেছিল বিরাট গ্যাংও নামে একটি ফেসবুক ফ্যান পেজ। ইংরেজিতে যার ক্যাপশনে লেখা, “জিও কোম্পানির বিজ্ঞাপনের শুটিং শুরুর আগে বিরাট কোহলি সময় কাটাচ্ছেন।”
আরও অনুসন্ধানে আমরা দেখতে পাই যে আসল ছবিটি ২১ মার্চ, কোহলির বেশ কয়েকটি ফ্যান পেজে পোস্ট করা হয়েছিল। যা এখানে , এখানে এবং এখানে দেখা যাবে। অন্যদিকে ভাইরাল দাবিটি ২২ মার্চ এবং তারপর শেয়ার করা হয়েছিল। যা এখানে এবং এখানে দেখা যাবে।
উপসংহার
সুতরাং এখন এটা স্পষ্ট যে বিরাট কোহলি ফোনে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দেখছেন, এই ছবিটি সম্পাদিত বা এডিটেড।
Result: Altered Image
Source
Newschecker’s own investigation