Fact Check
এবার মোদীর বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ করল বাচ্চারা? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
Claim
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি ছোট ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র সামনে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরা তাঁকে উদ্দেশ্য করে বলছে, “ভোট চুরি।” ভিডিওতে দেখা যায়, মোদী শিশুদের সঙ্গে কথোপকথনের সময় প্রশ্ন করছেন— “তোমরা জানো আমি কী করি?”— আর শিশুরা উত্তরে বলে উঠছে, “ভোট চুরি।”
Fact
ভিডিওটি আসল নয়। এটি সম্পাদিত বা এডিট করা ক্লিপ, যেখানে “ভোট চুরি” শব্দগুচ্ছ কৃত্রিমভাবে বসানো হয়েছে। আসল ভিডিওতে শিশুদের পক্ষ থেকে এমন কোনও মন্তব্য শোনা যায় না।
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিয়ো ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে, তাঁর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করছে ছোট ছোট শিশুরা। ভিডিয়োটে দেখা যাচ্ছে, শিশুদের সঙ্গে কথা বলার সময়, প্রধানমন্ত্রী তাদের প্রশ্ন করছিলেন, “তোমরা জানো আমি কী করি?” উত্তরে শিশুরা বলছে, “ভোট চুরি”।

Evidence
- ইন্টারনেটে “PM Modi children Vote Chori” লিখে সার্চ করলে এ ধরনের কোনও সংবাদ প্রতিবেদন বা অফিসিয়াল সূত্র পাওয়া যায়নি।
- ভাইরাল ক্লিপের কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে জানা যায়, ভিডিয়োটি আসলে ২০২৩ সালের ২৯ জুলাই, প্রধানমন্ত্রী Narendra Modi-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল।
- আসল ভিডিয়োতে দেখা যায়, মোদী শিশুদের জিজ্ঞেস করছেন, তারা টিভিতে কী দেখে। তখন একজন শিশু তাঁকে জড়িয়ে ধরে। কোথাও “ভোট চুরি” কথাটি শোনা যায় না।
- অন্যান্য সংবাদমাধ্যমের তরফেও একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
Explainer
- ২০২৩ সালের জুলাইয়ে, নয়া দিল্লিতে অনুষ্ঠিত অখিল ভারতীয় শিক্ষা সমাগম-এ প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। তিনি তাদের শিল্পকর্ম দেখেছিলেন এবং গঠনমূলক কাজে উৎসাহিত করেছিলেন।
- তবে ২০২৫ সালের ৭ আগস্ট, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে “ভোট চুরি”র অভিযোগ তোলেন। ভাইরাল ক্লিপটি সম্ভবত সেই রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করতে ভুয়ো ও বিভ্রান্তিকরভাবে এডিট করে ছড়ানো হয়েছে।
Verdict
শিশুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “ভোট চোর” বলেছে— এই দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিওতে শিশুরা কি সত্যিই মোদীকে ‘ভোট চোর’ বলেছে?
না, আসল ভিডিওতে এমন কোনও মন্তব্য নেই। এটি এডিট করা হয়েছে।
প্রশ্ন ২: আসল ভিডিওটি কবে প্রকাশিত হয়েছিল?
২৯ জুলাই ২০২৩-এ মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়।
প্রশ্ন ৩: ভিডিওর আসল প্রেক্ষাপট কী ছিল?
এটি নয়া দিল্লির অখিল ভারতীয় শিক্ষা সমাগম অনুষ্ঠানের, যেখানে মোদী শিশুদের সঙ্গে কথা বলেন।
প্রশ্ন ৪: তাহলে ‘ভোট চুরি’ শব্দ কোথা থেকে এলো?
এটি কৃত্রিমভাবে সম্পাদনা করে যোগ করা হয়েছে, রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াতে।
Sources
YouTube Video By Narendra Modi, Dated July 29, 2023
YouTube Video By NDTV India, Dated July 29, 2023
YouTube Video By Zee News, Dated July 29, 2023
YouTube Video ByRepublic World, Dated July 29, 2023