মঙ্গলবার, নভেম্বর 19, 2024
মঙ্গলবার, নভেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: মদ্যপানে ব্যস্ত বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check: মদ্যপানে ব্যস্ত বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভাইরাল ছবিটি সম্পাদিত

Claim: মদ্যপানে মেতেছেন সন্দেশখালির প্রতিবাদী-মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

Fact: ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড। এবং আসল ছবিটা ২০১৬ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।  

সন্দেশখালির প্রতিবাদের মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। সম্প্রতি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ‘শক্তি স্বরূপা’ বলেও আখ্য়া দিযেছেন প্রধানমন্ত্রী। 

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একটি ছবি। যেখানে রেখা পাত্রকে আরও দু’জন মহিলার সঙ্গে মদ্যপান করতে দেখা যাচ্ছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, “দেখুন ইনি হলো বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি পার্থী” (পোস্টের বানান অপরিবর্তিত)

বিজেপি প্রার্থী রেখা পাত্রের Image 1

একই ধরনের পোস্ট দেখা যাবে এখানেও

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে, Ladki Beautiful KarGi ChulL নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ধরনের ছবি দেখতে পাওয়া যায়। ছবিটি ২০১৬ সালের ১২ আগস্ট পোস্ট করা হয়েছিল। কেবলমাত্র রেখা পাত্রর মুখের বদলে ওই ছবিতে অন্য একটি মেয়েকে দেখতে পাওয়া যায়। 

বিজেপি প্রার্থী রেখা পাত্রের Image 2

আরও সার্চ করলে দেখা যায় যে, Tamilbrahmins.com নামের আরও একটি ওয়েবসাইটে একই ছবি ২০১৬ সালের ২৭ জানুয়ারি পোস্ট করেছিল।

Conclusion

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড। এবং আসল ছবিটা ২০১৬ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।  

Result: Altered Image

Source
Newschecker’s own investigation

Most Popular